Offline Online Exam: বড় খবর! অনলাইন নয়, Offline-এই হবে পরীক্ষা, জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Offline Online Exam: সিলেবাস শেষ না হয় তাহলে কলেজের অধ্যক্ষরাই (Calcutta University) সিলেবাস দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে বৈঠকে।
#কলকাতা: অবশেষে অনলাইন-অফলাইন মাধ্যমে পরীক্ষা নিয়ে যাবতীয় সংশয়ের অবসান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) ইভেন্ট সেমিস্টার পরীক্ষা হবে অফলাইনেই।আজ বৈঠক করে জানিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত। সেক্ষেত্রে যদি সিলেবাস শেষ না হয় তাহলে কলেজের অধ্যক্ষরাই সিলেবাস দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে বৈঠকে। সিন্ডিকেট বৈঠক শেষে কলেজের অধ্যক্ষদের এমনটাই জানানো হবে বলে সিদ্ধান্ত হয় এদিনের বৈঠকে (Offline Online Exam)।
advertisement
অনলাইনে নেওয়া হোক সেমিস্টারের পরীক্ষা এই দাবিতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ চলছিল বেশ কিছুদিন যাবৎ। কোভিড পরবর্তী পরিস্থিতিতে পরীক্ষা কীভাবে (Offline Online Exam) নেওয়া হবে সেই নিয়ে বারংবার আলোচনায় বসেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা প্রায় ১৫৫ টি কলেজের স্নাতকস্তরের পরীক্ষাগুলি যাতে অনলাইনে নেওয়া হয় সেই দাবি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে বারবার বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা। শেষমেশ সিন্ডিকেটের বৈঠকের পরে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
advertisement
advertisement
ছাত্র-ছাত্রীদের দাবি ছিল, যেহেতু কোভিড পরবর্তী পরিস্থিতিতেও তারা অনলাইনে ক্লাস করেছেন তাই তাদের পক্ষে এই মুহূর্তে অফলাইনে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। প্রায় ছয় মাসে শেষ করার সিলেবাস দু মাসে শেষ করিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় এখন অফলাইনে (Offline Online Exam) পরীক্ষা নিলে পরীক্ষার ফলাফল খুবই খারাপ হবে তাদের। যেহেতু অনেক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেবে তাই তাদের দাবি সর্বভারতীয় স্তরে উচ্চশিক্ষার ক্ষেত্রে, অফলাইনে পরীক্ষা দিলে তারা পিছিয়ে পড়তে পারেন। এই দাবিকে সামনে রেখে গত ২৭ তারিখ সরগরম হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সেদিন মূলত বিভিন্ন কলেজের প্রিন্সিপালের সঙ্গে ভাইস-চ্যান্সেলর সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা হয়।
advertisement
আগেই ঠিক হয়েছিল ২৭ মে-র বৈঠকে প্রিন্সিপালদের মতামত নথিভুক্ত করার পরে, ৩ জুন সিন্ডিকেটের বৈঠকে ঠিক হবে পরীক্ষার ভবিষ্যৎ। সেইমতো বৃহস্পতিবার বিকেল চারটে থেকে শুরু হয় সিন্ডিকেট বৈঠক। উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর সহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা। ২৭ তারিখের বৈঠকের ফলাফল সিন্ডিকেটের সামনে উত্থাপিত করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর আগের বৈঠকেই বেশিরভাগ অধ্যক্ষই অফলাইন পরীক্ষার পক্ষে মতামত দিয়েছিলেন। ৫ শতাংশ প্রিন্সিপাল চেয়েছেন অনলাইনে হোক পরীক্ষা (Calcutta University)। ২ শতাংশ অধ্যক্ষ কোনও পক্ষেই নিজস্ব মতামত জানানো থেকে বিরত থেকেছেন। এরপর আজ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয় সিন্ডিকেটের বৈঠকের শেষে।
Location :
First Published :
June 03, 2022 6:11 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Offline Online Exam: বড় খবর! অনলাইন নয়, Offline-এই হবে পরীক্ষা, জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়