হাইকোর্টে নির্দেশে প্রাথমিকের নিয়োগের সুযোগ পাচ্ছেন সি-টেট পাস করা প্রার্থীরা, বাড়বে আরও আবেদনকারী
- Published by:Debamoy Ghosh
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। তার মধ্যেই হাইকোর্টের নির্দেশ মেনে এই নির্দেশিকা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
#কলকাতা: হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগে সুযোগ পাচ্ছেন সি-টেট পাস করা প্রার্থীরা।মঙ্গলবারই এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই সি টেট পাস করা চাকরি প্রার্থীদের নিয়োগে সুযোগ দেওয়া হচ্ছে। তাঁরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
আগামী ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য তাঁরা আবেদন করতে পারবেন।এর জন্য কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে এই চাকরি প্রার্থীদের তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।পাশাপাশি, পর্ষদের পক্ষ থেকে উল্লেখ করে দেওয়া একটি নির্দিষ্ট জায়গায় এই ডকুমেন্ট সহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে।পরবর্তী ক্ষেত্রে নিয়োগের জন্য ইন্টারভিউতে এই চাকরি প্রার্থীদের ডাকা হবে বলেই পর্ষদ সূত্রে খবর।
advertisement
advertisement
ইতিমধ্যেই তিন দফায় শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া নিয়েছে পর্ষদ। বুধবার চতুর্থ দফায় ইন্টারভিউ নিচ্ছে পর্ষদ। এখনও পর্যন্ত পঞ্চম দফা পর্যন্ত ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পঞ্চম দফায় ১৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৬ জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। কোন জেলার আবেদনকারীদের জন্য কবে কবে নেওয়া হবে ইন্টারভিউ তারও বিস্তারিত তালিকা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পর্ষদ।
advertisement
পর্ষদ সূত্রে খবর, ইতিমধ্যে ৪০ হাজারেরও বেশি আবেদন এসেছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য। শূন্য পদে রয়েছে ১১ হাজারের সামান্য বেশি।
ফেব্রুয়ারি মাসের মধ্যেই গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটি শেষ করতে চায় পর্ষদ। তবে ইতিমধ্যেই হাইকোর্টকেও পর্ষদ জানিয়েছে নিয়োগ তারা এখনই করছে না। যদিও ইন্টারভিউ প্রক্রিয়ায় গতি আনতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ায় নম্বর কারচুপি আটকাতে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পর্ষদ। পরীক্ষকদের দেওয়া হচ্ছে পৃথক পৃথক ল্যাপটপ। অনলাইনে চাকরি-প্রাথীদের ইন্টারভিউ নিয়ে তারা নম্বর দিয়ে দিচ্ছে।
advertisement
অর্থাৎ, এক্ষেত্রে দ্বিতীয়বার নম্বর সংশোধনের কোনও সুযোগ থাকছে না বলেই দাবি করছেন পর্ষদের আধিকারিকরা। এবং সেই নম্বর পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে চলে যাচ্ছে। পাশাপাশি গোটা ইন্টারভিউ প্রক্রিয়ারও ভিডিওগ্রাফি করা হচ্ছে। সবমিলিয়ে নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার একাধিক পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার রাতেই প্রাথমিকের টেটের উত্তরপত্রের কপিও পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সে ক্ষেত্রে মনে করা হচ্ছে, চলতি মাসের মধ্যেই টেটের ফল প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 12:45 PM IST