আইন মেনেই উপাচার্যদের বৈঠকে ডাক নয়া রাজ্যপালের, নজরে রাজভবনের বৈঠক
- Published by:Siddhartha Sarkar
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
আগামী ১৭ জানুয়ারি সকাল ১১ টা থেকে রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। উচ্চশিক্ষা দফতরের তরফে উপাচার্যদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্যে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গেই বৈঠকে বসতে চান রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠকে বসার আগ্রহ আগেই প্রকাশ করেছিলেন রাজ্যের নয়া রাজ্যপাল। এবার উচ্চশিক্ষা দফতরের আইন মেনেই উচ্চশিক্ষা দফতর মারফত উপাচার্যদের বৈঠকে ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
উচ্চশিক্ষা দফতর আগেই আইন সংশোধন করেছিল যে উপাচার্যদের সঙ্গে কোনও কথা বলতে গেলে উচ্চশিক্ষা দফতর মারফত রাজভবনকে বলতে হবে। রাজ্যের দায়িত্বে এসে উচ্চশিক্ষা দফতরের সেই আইন মেনেই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডাকলেন রাজ্যের নয়া রাজ্যপাল। ১৭ জানুয়ারি সকাল ১১ টার বৈঠকে উপস্থিত থাকতে ইতিমধ্যে উচ্চশিক্ষা দফতরের তরফে ই-মেল করে সব উপাচার্যদের জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষা মন্ত্রী এবং শিক্ষা সচিবও।
advertisement
রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় ও উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন। কিন্তু শেষমেশ সেই বৈঠকে না যাওয়ার জন্য উচ্চশিক্ষা দফতর তরফে উপাচার্যদের বারণ করে দেওয়া হয়েছিল। উচ্চশিক্ষা দফতরের তরফে প্রশ্ন তোলা হয়েছিল রাজ্যের প্রাক্তন রাজ্যপাল আইন না মেনেই উপাচার্যদের সরাসরি চিঠি পাঠিয়ে ডাকছেন। তার জেরেই রাজ্য-রাজ্যপাল সংঘাতও হয়। শুধু তাই নয়, রাজ্যের প্রাক্তন রাজ্যপালের সঙ্গে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কাজকর্ম নিয়েও রাজভবনের সঙ্গে বারে বারে সংঘাতে জড়িয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর তথা রাজ্য। তবে এবার উপাচার্যদের বৈঠকে ডাকা নিয়ে আইন মেনে চলায় রাজভবনের তরফে আর কোনও বিতর্ক থাকছে না।
advertisement
advertisement
এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন ‘‘উচ্চশিক্ষা দফতর মারফত ইমেল এসেছে বৈঠকে যোগ দেওয়ার জন্য। অবশ্যই আমরা যাব। নিয়ম মেনেই তো বৈঠক ডাকা হয়েছে।’’ রাজভবন সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়গুলি সম্পর্কে রাজ্যপাল পরিচিত হতে চাইবেন এই বৈঠকে। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নেই। সার্চ কমিটির মাধ্যমে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য ফের তৎপরতা শুরু করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। একাধিক বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য ইতিমধ্যে সার্চ কমিটি গঠনও হয়েছে।
advertisement
রাজভবন সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্যও সার্চ কমিটির সুপারিশ করা সদস্যদের সঙ্গেও রাজ্যপাল বৈঠক করতে চান। ইতিমধ্যেই এই বিষয় সম্পর্কে উচ্চশিক্ষা দফতরকে অবহিত করা হয়েছে। কমিটির তরফে যাদের যাদের নাম মনোনীত করা হবে উপাচার্যের জন্য তাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করতে পারেন রাজ্যের নয়া রাজ্যপাল। যদিও এই বিষয় নিয়ে এখনও কোন আপত্তি করেনি রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সাম্প্রতিক সময় উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় গুলি কাজকর্ম নিয়ে বারে বারে রাজ্য - রাজভবন সংঘাতে জড়িয়ে পড়ার পর রাজ্যের নয়া রাজ্যপাল দায়িত্ব নেওয়ার দু’মাসের মধ্যেই উপাচার্যদের সঙ্গে বৈঠক করাকে কেন্দ্র করে বিশেষভাবে আলাপ-আলোচনাও শুরু হয়েছে। ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দিয়েছেন রাজ্যের নয়া রাজ্যপাল। একাধিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন কর্মসূচির প্রশংসাও করতে দেখা গিয়েছে রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 3:25 PM IST