BHEL Recruitment 2021: প্রতি মাসে ৮০,০০০ টাকা বেতনে তরুণ পেশাদারদের নিয়োগ করবে ভারত হেভি ইলেকট্রনিক্যাল লিমিটেড!

Last Updated:

BHEL Recruitment 2021: প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

photo source collected
photo source collected
#নয়াদিল্লি: সম্প্রতি ভারত হেভি ইলেকট্রনিক্যাল লিমিটেডের (Bharat Heavy Electricals Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে ইয়ং প্রফেশনালদের নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
BHEL Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
BHEL Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত তরুণ পেশাদার পদে নিয়োগ করা হবে।
advertisement
advertisement
BHEL Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত ঘোষণা
প্রার্থীদের হাইড্রোজেন ইকোনমিক্স, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, আপস্ট্রিম সোলার ভ্যালু চেইন, এনার্জি স্টোরেজ, কয়লা থেকে মিথানল এবং কার্বন ক্যাপচার ইত্যাদি ডিসিপ্লিনে নিয়োগ করা হবে।
BHEL Recruitment 2021: আবেদনের বয়সসীমা
প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে।
BHEL Recruitment 2021: আবেদনের যোগ্যতা
সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা রয়েছে এমন প্রার্থীরা আবেদনের যোগ্য। স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং স্নাতকরা অগ্রাধিকার পাবেন।
advertisement
BHEL Recruitment 2021: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের আবেদনপত্র শর্টলিস্ট করা হবে এবং তার পরে একটি যথাযথভাবে গঠিত নির্বাচন বোর্ড দ্বারা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভারত হেভি ইলেকট্রনিক্যাল লিমিটেড (BHEL)
পদের নাম: ইয়ং প্রফেশনাল
শূন্যপদের সংখ্যা: ১০
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
advertisement
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রি ও ডিপ্লোমা
বেতনক্রম: প্রতি মাসে ৮০,০০০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ৩০.১১.২০২১
BHEL Recruitment 2021: বেতনক্রম
BHEL-এর প্রার্থীদের জানানো হয়েছে যে, তরুণ পেশাদারদের প্রতি মাসে ৮০,০০০ টাকা বেতন ছাড়াও, তাদের পরিবারের মেডিক্লেইম পলিসির জন্য ৩৫০০ টাকা + GST পর্যন্ত বার্ষিক প্রিমিয়াম দেওয়া হবে।
advertisement
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি এই লিঙ্কটি https://careers.bhel.in:8443/bhel/static/Advt_YP_CE09_2021.pdf ব্যবহার করে আবেদন করতে পারেন।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
BHEL Recruitment 2021: প্রতি মাসে ৮০,০০০ টাকা বেতনে তরুণ পেশাদারদের নিয়োগ করবে ভারত হেভি ইলেকট্রনিক্যাল লিমিটেড!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement