Best Course for Jobs: ক্লাস ১২-পাশ করার পর চাকরির সেরা কোর্স, অল্প সময়েই হবে সফল কেরিয়ার! বেতনও লক্ষ লক্ষ টাকা
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Best Course for Jobs: অনেকেই এমন রয়েছেন, যাঁরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর কোন ক্ষেত্রে কেরিয়ার গড়বেন, এখন সেটাই ভাবছেন, যাতে তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়।
কলকাতা: ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে উত্তরপ্রদেশ বোর্ড, সিবিএসই বোর্ড-সহ সমস্ত বোর্ডের হাই স্কুল এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল। অনেকেই এমন রয়েছেন, যাঁরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর কোন ক্ষেত্রে কেরিয়ার গড়বেন, এখন সেটাই ভাবছেন, যাতে তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়।
এই পরিস্থিতিতে এঁদের জন্য সেরা হতে পারে মেডিসিনের ফিল্ড। আর এই ক্ষেত্রে কয়েকটি কোর্স করলে কেরিয়ারে ভাল একটা জায়গা তৈরি করা সম্ভব হবে। তাই আজকের প্রতিবেদনে বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেওয়া যাক যে, মেডিসিনের কোন ক্ষেত্রে পড়াশোনা করলে পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকেন, ১২ ঘণ্টা পড়াশোনা! CBSE টপার ভবিষ্যতে কী হতে চান জানেন?
Local 18-এর সঙ্গে আলাপচারিতার কালে কিংস ইন্ডিয়ান ফার্মেসি নার্সিং কলেজের ডিন অভিনব শ্রীবাস্তব বলেন যে, যাঁরা ইন্টারমিডিয়েট পাশ করেছেন, তাঁরা যদি ফার্মেসি সেক্টরে কেরিয়ার গড়তে চান, তাহলে নিজের পছন্দ এবং আগ্রহ অনুযায়ী কোর্স বেছে নিতে হবে। যদিও ফার্মেসি বিভাগে কেউ কোনও কোর্স বেছে নিলে তাতে নিশ্চিত ভাবে সাফল্য পাওয়া যায়।
advertisement
advertisement
কারণ, মেডিক্যালের যে কোনও ক্ষেত্রেই ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আর কেউ যদি কম সময়ের মধ্যে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, তাহলে তিনি D Pharma অথবা B Pharma করতে পারেন। কারণ D Pharma হল মাত্র ২ বছরের কোর্স। আর এই কোর্স করার পর শিক্ষার্থীরা সহজেই মেডিক্যাল হল অথবা যে কোনও হাসপাতালে অনায়াসে কাজ করতে পারবেন। তবে এই কোর্স করার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
advertisement
আরও পড়ুন: ফুসফুসের ফোর্থ স্টেজ ক্যানসারে ভুগছেন সঞ্জয় দত্ত, কেমন আছেন ‘সঞ্জু বাবা’? বড় আপডেট দিলেন বোন প্রিয়া
এখানেই শেষ নয়, অভিনব শ্রীবাস্তব আরও বলেন যে, পড়ুয়ারা জেএনএম কোর্সও করতে পারেন। এটি আবার ৪ বছরের কোর্স। কিন্তু প্রতি বছর সরকারি হাসপাতালে এর জন্য শূন্য পদ আসতে থাকে। যাঁরা পড়াশোনায় ভাল, তাঁরা অনায়াসে এই কোর্সটি করতে পারেন। আর সবথেকে বড় কথা হল, এই কোর্সটি করার জন্য ইন্টার পরীক্ষায় ইংরাজিতে ৪০ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক। যদি ইংরাজিতে অন্তত ৪০ শতাংশ নম্বর না ওঠে, তাহলে এই কোর্স করা যাবে না।
advertisement
যদি কেউ ইন্টার পাশ করে ফার্মেসি লাইনে নিজের কেরিয়ার গড়তে চান, তাহলে তাঁরা D Pharma, Basic Nursing Course, B Pharma, JNM এবং OT Technician কোর্স করতে পারেন। আর এই সমস্ত কোর্স করতে সময়ও লাগে কম। এমনকী পড়াশোনার খরচও যথেষ্ট কম। আর সবথেকে বড় কথা হল, এই কোর্স করে নিলে ভবিষ্যৎও হবে উজ্জ্বল।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2025 4:45 PM IST