Bengali Girl: নুন আনতে পান্তা ফুরোয়! তাতে কী? ইচ্ছে থাকলে কী কী হতে পারে প্রমাণ করল ভূমিকা

Last Updated:

Bengali Girl: পাহাড় জঙ্গলে ঘিরা ছোট্ট ডুংরি, ছিল না কোনও বড় কোচিং সেন্টার। নিজের প্রচেষ্টাতেই মেধাতালিকায় ভূমিকা। তার কঠিন লড়াইকে কুর্নিশ।

+
ভূমিকা

ভূমিকা মিশ্র

পুরুলিয়া: এ যেন ভাঙ্গা ঘরে চাঁদের আলো। মনের অসীম ইচ্ছাশক্তি আর হার না মানার জেদ নিয়ে ঝাড়খণ্ড রাজ্যের মাধ্যমিকে মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে পুরুলিয়ার ভূমিকন্যা ভূমিকা মিশ্র।
দক্ষিণ বরাবাজার ব্লক সংলগ্ন ঝাড়খণ্ড সীমান্তবর্তী জঙ্গলে ঘেরা রাখডি গ্রাম। শাল, মহুল, পলাশ, আম, জাম, আকাশমনির জঙ্গলের ভিতর টিনের ছাউনি দিয়ে তৈরি একটি ছোট্ট ঘর। সেই টিনের ছাউনির ঘরে বেড়ে ওঠা কৃষক পরিবারের মেয়ে ভূমিকার। বাবা পেশায় একজন চাষি। বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে “প্লাস টু আদিবাসী হাই স্কুল বাঙুরদা”র ছাত্রী ভূমিকা।
advertisement
আরও পড়ুন: UPSC-তে বাংলার জয়জয়কার, রাজ্যের কোচিং সেন্টারে পড়ে ১০ মেধাবী সিভিল সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ! সংবর্ধনা সরকারের
প্রতিদিন সাইকেল চালিয়ে এই পথ পেরিয়ে স্কুল যায় ভূমিকা। স্কুলের ক্লাসেও তার সর্বাধিক উপস্থিতি হার বলে জানা গিয়েছে। নুন আনতে পান্তা ফুরায় তাদের সংসারে। ‌কিন্তু তাতে কী? নিজের লক্ষ্যে অবিচল ভূমিকা। রাখডি গ্রামের আশেপাশে নেই কোনও বড় কোচিং সেন্টার। কেবলমাত্র অঙ্কের টিউশন মাস্টার ছিল তার ভরসা। আর ছিল আত্মীয়-স্বজনের সহযোগিতায় ও নিজের প্রচেষ্টা। আর তাতেই নিজ যোগ্যতায় রাজ্য ও কেন্দ্র সরকারের স্কলারশিপ পায় জেনারেল ক্যাটাগরির ছাত্রী ভূমিকা মিশ্র। শুধু পড়াশোনা নয় পাশাপাশি দাবা খেলাতেও সে খুব পটু। ছোট থেকে দাবাতে মন টানে তার।
advertisement
advertisement
আরও পড়ুন: জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ ২০২৫-এর দিনক্ষণ ঘোষণা, কারা পাবেন এই বৃত্তি? যোগ্যতা-ফি বিশদে জানুন
এ বিষয়ে ভূমিকা মিশ্র জানান, এই রেজাল্টে খুবই আনন্দিত সে। ‌আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়। ‌এ বিষয়ে ভূমিকা মিশ্রর বাবা জানান, চাষবাস করে কোনওরকমে সংসার চালান তিনি। এর মধ্যেও তার মেয়ের এই দুর্দান্ত রেজাল্টের তিনি খুবই খুশি। একেবারে নিজের চেষ্টাতেই ভূমিকা এই রেজাল্ট করেছে। তিনি চান তার মেয়ে আরও অনেক বড় হোক। ডুংরি জঙ্গলে ঘেরা পরিবেশে বেড়ে ওঠা, শত বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে লক্ষ্যে স্থির থাকা এতটাও সহজ ছিল না। ‌ কিন্তু কোনও কিছুই দমাতে পারেনি ভূমিকাকে। ‌আগামীদিনে আরও বড় লড়াইয়ের পথে এগিয়ে চলেছে সে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bengali Girl: নুন আনতে পান্তা ফুরোয়! তাতে কী? ইচ্ছে থাকলে কী কী হতে পারে প্রমাণ করল ভূমিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement