Recruitment 2021|| ব্রহ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেডে শতাধিক শূন্যপদে নিয়োগ! কীভাবে-কোথায় আবেদন করবেন? জানুন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
BCPL Apprenticeship Recruitment 2021: প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি ব্রহ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেডের (Brahmaputra Cracker and Polymer Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে ব্রহ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। যে সকল প্রার্থীরা পূর্বেই আবেদন করেছিলেন তাদের আর আবেদনের প্রয়োজন নেই।
advertisement
advertisement
আরও পড়ুন: জানুয়ারি থেকেই চালু প্রথম শ্রেণির ক্লাস? পুরোদমে স্কুল শুরুর ভাবনা রাজ্যের
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১২১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
শূন্যপদ | সংখ্যা |
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল) | ২০ |
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (কেমিক্যাল) | ২০ |
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল) | ১৫ |
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইন্সট্রুমেনটেশন) | ১৮ |
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (টেলিকম) | ৩ |
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (কম্পিউটার সায়েন্স) | ৩ |
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (সিভিল) | ৫ |
টেকনিশিয়ান (ডিপ্লোমা হোল্ডার) অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল) | ৯ |
টেকনিশিয়ান (ডিপ্লোমা হোল্ডার) অ্যাপ্রেন্টিস (কেমিক্যাল) | ১০ |
টেকনিশিয়ান (ডিপ্লোমা হোল্ডার) অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল) | ৮ |
টেকনিশিয়ান (ডিপ্লোমা হোল্ডার) অ্যাপ্রেন্টিস (মডার্ণ অফিস ম্যানেজমেন্ট) | ১০ |
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ব্রহ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেডের (Brahmaputra Cracker and Polymer Limited) |
পদের নাম | গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল), গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (কেমিক্যাল), গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল), গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইন্সট্রুমেনটেশন), গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (টেলিকম) |
শূন্যপদের সংখ্যা | ১২১ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | শর্টলিস্ট |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | ২০২১, ২০২০ এবং ২০১৯ সালে নির্দিষ্ট ডিসিপ্লিনে ডিগ্রি অথবা ডিপ্লোমা |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২০.১২.২০২২ |
advertisement
মাসিক ভাতা:
নির্বাচন পরবর্তীতে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে নির্বাচিতদের মাসিক ৯০০০ টাকা ভাতা দেওয়া হবে, অন্য দিকে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের মাসিক ৮০০০ টাকা ভাতা দেওয়া হবে।
আরও পড়ুন: ইস্টার্ন রেলওয়ের অধীনে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন
আবেদনের যোগ্যতা:
যে সকল প্রার্থীরা ২০২১, ২০২০ এবং ২০১৯ সালে নির্দিষ্ট ডিসিপ্লিনে ডিগ্রি অথবা ডিপ্লোমা পেয়েছেন তাঁরা আবেদনের যোগ্য।
Location :
First Published :
December 11, 2021 9:23 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| ব্রহ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেডে শতাধিক শূন্যপদে নিয়োগ! কীভাবে-কোথায় আবেদন করবেন? জানুন...