Higher Secondary 2025: রোজ ছ'কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুল! মাত্র ২ নম্বরের জন্য হাতছাড়া মেধা তালিকা

Last Updated:

Higher Secondary 2025: শুধুমাত্র ইংরেজির জন্য প্রাইভেট টিউশন নিয়েছিলেন শিপ্রা। বাকি বিষয়ে বিদ্যালয়ের সাজেশন, বাড়িতে বাবার সাহায্য, নিজের পরিশ্রম এবং অধ্যাবসায়ের জেরেই এই সাফল্য।

+
ছাতনার

ছাতনার মেধাবী ছাত্রী

বাঁকুড়া: ঝাঁটিপাহাড়ি প্রীতি কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী শিপ্রা মান্ডি। উচ্চ মাধ্যমিকে আর প্রাপ্ত নম্বর ৪৮৬ মাত্র দু’ নাম্বারের জন্য উচ্চমাধ্যমিকে টপ টেনের তালিকায় থাকতে না পারায় মন খারাপ ছাতনার এই মেধাবী মেয়ের। ছাতনা ব্লকের প্রত্যন্ত গ্রাম ছাচনপুরে বাড়ি শিপ্রার। বাড়ি থেকে সাইকেলে করে রোজ ৬ কিলোমিটার দূরে ঝাঁটিপাহাড়ি প্রীতি কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌঁছতেন তিনি। প্রাইভেট শিক্ষক নয়, স্কুলের শিক্ষকদেরই পড়াশোনায় পাশে পেয়েছেন বলে জানিয়েছে শিপ্রা।
শুধুমাত্র ইংরেজির জন্য প্রাইভেট টিউশন নিয়েছিলেন শিপ্রা। বাকি বিষয়ে বিদ্যালয়ের সাজেশন, বাড়িতে বাবার সাহায্য, নিজের পরিশ্রম এবং অধ্যাবসায়ের জেরেই এই সাফল্য। শিপ্রার বাবা বৈদ্যনাথ মান্ডি পেশায় রঘুনাথপুর হাইস্কুলের শিক্ষক। মা দেবকী মান্ডি গৃহবধূ। পড়াশোনার পাশাপাশি মায়ের সাংসারিক কাজে সহায়তা ও বাড়ির ফুল বাগান পরিচর্চা করতে ভালোবাসে শিপ্রা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিপ্রা জানিয়েছে, সব বিষয়ে প্রাইভেট নিইনি, অসুবিধা হলে স্কুল টিচারদের জিজ্ঞাসা করতাম। সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ইচ্ছে রয়েছে।
advertisement
মাত্র দুই নম্বরের জন্য মেধা তালিকায় নাম না থাকায় মন খারাপ হলেও মেয়ের এই রেজাল্টে মা হিসাবে আমি গর্বিত বলে জানিয়েছেন শিপ্রার মা দেবকী মান্ডি। ঝাঁটিপাহাড়ি প্রীতি কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিনী প্রতিহার জানিয়েছেন, “শিপ্রা বাড়ি দূরে হলেও সে প্রতিদিন স্কুলে আসত। তার পরিশ্রম, অধ্যাবসায়, বাধ্যতা এবং পড়াশোনার প্রতি ভালবাসা তাকে এই সাফল্য এনে দিয়েছে। আমরা ওর জন্য গর্বিত।”
advertisement
advertisement
বৃহস্পতিবার ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল শিপ্রার বাড়ি গিয়ে ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট এবং পড়াশোনা সামগ্রী উপহার দিয়ে তাকে সম্বর্ধনা জানান। সকলের ইচ্ছা সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে শিপ্রা তাঁর ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary 2025: রোজ ছ'কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুল! মাত্র ২ নম্বরের জন্য হাতছাড়া মেধা তালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement