Bank of Baroda Recruitment 2021: ব্যাঙ্কার হওয়ার স্বপ্ন দেখেন? ব্যাঙ্কিং সেক্টরে চাকরির সুবর্ণ সুযোগ, জেনে নিন

Last Updated:

প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

#নয়াদিল্লি: সম্প্রতি ব্যাঙ্ক অফ বারোদার (Bank of Baroda) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেটা সায়েন্টিস্ট (Data Scientist) এবং ডেটা ইঞ্জিনিয়ার (Data Engineer) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Bank of Baroda Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
Bank of Baroda Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ১৫টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
ক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ব্যাঙ্ক অফ বারোদা (Bank of Baroda)
পদের নাম: ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা: ১৫
কাজের স্থান: নির্দিষ্ট কিছু জানানো হয়নি
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
advertisement
শিক্ষাগত যোগ্যতা: B. Tech/ BE/ M Tech/ ME ডিগ্রি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৬.১২.২০২১
Bank of Baroda Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
AICTE/UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ আইটি/ ডেটা সায়েন্স/ মেশিন লার্নিংয়ে B. Tech/ BE/ M Tech/ ME ডিগ্রি এবং AI-তে (B. Tech/ BE) ন্যূনতম ৬০% নম্বর থাকা বাধ্যতামূলক। প্রার্থীরা ডেটা সায়েন্টিস্ট পদের জন্য আবেদন করতে পারেন শুধুমাত্র যদি তাদের ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী কাজের অভিজ্ঞতা থাকে।
advertisement
আরও পড়ুন-  সেন্ট্রাল কোলফিল্ডসে মেগা রিক্রুটমেন্ট! কবে-কীভাবে আবেদন করবেন? জানুন...
AICTE/UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা ডেটা ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে পারেন। এই পদের জন্য যোগ্য হওয়ার জন্য কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
Bank of Baroda Recruitment 2021: বিশেষ ঘোষণা
advertisement
নির্বাচিত প্রার্থীরা ব্যাঙ্কে যোগদানের তারিখ থেকে ১২ মাস প্রবেশন পিরিয়ডে থাকবেন।
Bank of Baroda Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
অফিসারদের অনলাইন পরীক্ষা (কেবলমাত্র MMGS-II এবং MMGS-III-এর পদের জন্য) দ্বারা নির্বাচন করা হবে। সরাসরি আবেদন করতে প্রার্থীদের এই লিঙ্কে ক্লিক করতে হবে- https://ibpsonline.ibps.in/bobsplonov21/
পরবর্তীতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Bank of Baroda Recruitment 2021: ব্যাঙ্কার হওয়ার স্বপ্ন দেখেন? ব্যাঙ্কিং সেক্টরে চাকরির সুবর্ণ সুযোগ, জেনে নিন
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement