Central Coalfields Limited Recruitment 2021|| সেন্ট্রাল কোলফিল্ডসে মেগা রিক্রুটমেন্ট! কবে-কীভাবে আবেদন করবেন? জানুন...

Last Updated:

Central Coalfields Limited Recruitment 2021, apply soon: প্রার্থীদের আগামী ৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

সেন্ট্রাল কোলফিল্ডসে চাকরি। ফাইল ছবি।
সেন্ট্রাল কোলফিল্ডসে চাকরি। ফাইল ছবি।
#নয়াদিল্লি: সম্প্রতি সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের (Central Coalfields Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেড অ্যাপ্রেন্টিস (Trade Apprenticeship) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। সরাসরি আবেদন করতে প্রার্থীদের এই লিঙ্কে ক্লিক করতে হবে- https://www.centralcoalfields.in/pdfs/notce/2021-2022/20_11_2021_apprenticetrg_notification_551.pdf
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ৫৩৯টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাসেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড (Central Coalfields Limited)
পদের নামট্রেড অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা৫৩৯
কাজের স্থাননির্দিষ্ট কিছু জানানো হয়নি
কাজের ধরনসরকারি
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাদশম শ্রেণি উত্তীর্ণ এবং আইটিআই সার্টিফিকেট প্রাপ্ত, অ্যাকাউন্টস এবং অ্যাকাউন্টস একজিকিউটিভ পোস্টে আবেদনের জন্য ব্যাঙ্কিং/ ফিনান্সিয়াল সার্ভিস/ বি.কম/ স্নাতকোত্তর স্তরে PMKVY সার্টিফিকেট প্রাপ্ত
বেতনক্রমমাসিক ৭,০০০ টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন০৫.১২.২০২১
advertisement
 শিক্ষাগত যোগ্যতা:
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং আইটিআই সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। অ্যাকাউন্টস এবং অ্যাকাউন্টস একজিকিউটিভ পোস্টে আবেদনের জন্য ব্যাঙ্কিং/ ফিনান্সিয়াল সার্ভিস/ বি.কম/ স্নাতকোত্তর স্তরে PMKVY সার্টিফিকেট থাকতে হবে।
advertisement
২০ নভেম্বর, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। SC/ ST ক্যাটাগরি ভুক্ত প্রার্থীদের বয়সের ঊর্দ্ধসীমায় ৫ বছরের ছাড় এবং ওবিসি (NCL) ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ঊর্দ্ধসীমায় ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।
advertisement
নির্বাচিত প্রার্থীরা মাসিক ৭,০০০ টাকা ভাতা পাবেন।
Central Coalfields Limited Recruitment 2021: আবেদন পদ্ধতি
স্টেপ-১ প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
স্টেপ-২ রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে।
স্টেপ-৩ সম্পূর্ণ আবেদনপত্রটি প্রয়োজনীয় তথ্য সহ পূরণ করতে হবে।
স্টেপ-৪ আবেদন ফি সহ আবেদনপত্রটি জমা করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Central Coalfields Limited Recruitment 2021|| সেন্ট্রাল কোলফিল্ডসে মেগা রিক্রুটমেন্ট! কবে-কীভাবে আবেদন করবেন? জানুন...
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement