Indian Military Recruitment 2021|| প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি ইন্ডিয়ান মিলিটারির, কী ভাবে আবেদন করবেন? জানুন...

Last Updated:

Indian Military Recruitment 2021 : প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

ইন্ডিয়ান মিলিটারিতে নিয়োগ। ফাইল ছবি।
ইন্ডিয়ান মিলিটারিতে নিয়োগ। ফাইল ছবি।
#নয়াদিল্লি: সম্প্রতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির (Indian Military Academy) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীদের অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন করতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
শুন্যপদসংখ্যা
কুক আইটি
এমটি ড্রাইভার১০
বুট মেকার/ রিপেইয়ার
কুক স্পেশ্যাল১২
এলডিসি
মশালচি
ওয়েটার১১
ফ্যাটিগম্যান২১
এমটিএস২৮
গ্রাউন্ডসম্যান৪৬
জিসি অর্ডারলি৩৩
গ্রুম
বার্বার
ইকুইপ রিপেইয়ার
বাইসাইকেল রিপেয়ার
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ড
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, দেরাদুন (Indian Military Academy)
পদের নামএমটিএস ও অন্যান্য পদ
শূন্যপদের সংখ্যা১৮৮
কাজের স্থানকিছু জানানো হয়নি
কাজের ধরনসরকারি
নির্বাচন পদ্ধতিপ্রয়োজন অনুসারে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাকিছু জানানো হয়নি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিনবিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে
advertisement
শিক্ষাগত যোগ্যতা: 
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য বিষয় জানতে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10628_1_2122b.pdf
সমস্ত প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০ টাকা দিতে হবে।
advertisement
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে পরীক্ষা পদ্ধতি নির্ণয় করবে কর্তৃপক্ষ।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Military Recruitment 2021|| প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি ইন্ডিয়ান মিলিটারির, কী ভাবে আবেদন করবেন? জানুন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement