Bangladesh News: শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের জের! বাংলাদেশে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ স্কুল-কলেজ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bangladesh News: শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে, তাঁদের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা করেছে।
ঢাকাঃ অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ বাংলাদেশে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে, তাঁদের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা করেছে।
আরও পড়ুনঃ রাজনৈতিক জীবন শেষ! আর প্রধানমন্ত্রী হতে পারবেন না ইমরান খান…কফিনে শেষ পেরেক পুঁতছে পাক সরকার
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সোমবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছয়জন ছাত্র নিহত হয়েছেন। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
“শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দফতরের অধীনস্থ সকল উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা (ইসলামিক সেমিনারি) এবং পলিটেকনিক ইনস্টিটিউট পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে,” বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2024 8:49 AM IST