Job Alert: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য চাকরির সুযোগ, এখনই আবেদন করুন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Job Alert: আবারও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য চাকরির সুযোগ। মেদিনীপুর জেলায় আপার ডিভিশন ক্লার্ক পদে একজন অবসরপ্রাপ্ত কর্মীকে নিয়োগ করতে চলেছে জেলা প্রশাসন।
পশ্চিম মেদিনীপুর: আবারও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য চাকরির সুযোগ। মেদিনীপুর জেলায় আপার ডিভিশন ক্লার্ক পদে একজন অবসরপ্রাপ্ত কর্মীকে নিয়োগ করতে চলেছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একটি মাত্র পোস্টে অস্থায়ী ভিত্তিতে আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে। সে ক্ষেত্রে কম্পিউটারের দক্ষতা থাকা বাঞ্ছনীয়। তাই চাকরি জীবন থেকে অবসর নিলেও আপনিও আবেদন জানাতে পারবেন এই পদের জন্য। জেলার তথ্য ও সংস্কৃতি দফতরে অস্থায়ী ভিত্তিতে এই কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ সস্তার এই খাবারগুলি রুখে দেবে ইউরিক অ্যাসিডের ভয়ঙ্কর তাণ্ডব, হাড় থেকে নিংড়ে নেবে ব্যথা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরে আপার ডিভিশন ক্লার্ক পদে একজন কর্মীকে নিয়োগ করা হবে। আগামী ৬ই মে’র মধ্যে আবেদন জানানো যাবে। ফর্ম পূরণ করে আবেদন জানাতে হবে তথ্য ও সংস্কৃতি দফতরে। তাই আপনি সরকারি চাকরি থেকে অবসর নিলেও ইচ্ছুক থাকলে আবেদন জানাতে পারবেন। আবেদন জানাতে গেলে আপনাকে প্রথমে, জেলা প্রশাসনের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে ফর্ম ডাউনলোড করে ফিলাপ করে জমা দিতে হবে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক এর কাছে।
advertisement
advertisement
আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে। এছাড়াও আবেদনকারীর থাকতে হবে কম্পিউটারে জ্ঞান। বিভিন্ন ডকুমেন্ট, অডিট ম্যাটার, অ্যাকাউন্ট বিষয়ে দক্ষতা থাকলে ফরম পূরণ করে তা খামে ঢুকিয়ে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিকে প্রতিমাসে সাম্মানিক 12000 টাকা দেওয়া হবে।
advertisement
আপার ডিভিশন ক্লার্কের চুক্তির মেয়াদ এক বছর। আগামী ৬মে ২০২৫ এর মধ্যে আবেদন জানানো যাবে এই আপার ডিভিশন ক্লার্ক এর জন্য। তাই দেরি না করে এখনই আবেদন জানান।
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2025 5:07 PM IST