Bangla News: বসিরহাট হাই স্কুলে ভিড় রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের, কারণ জানলে গর্ব হবে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Bangla News: শিক্ষা দফতরের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
বসিরহাট: নবপ্রজন্মকে উদ্বুদ্ধ করতে প্রচারহীন স্বাধীনতা সংগ্রামীদের ডাটা ব্যাঙ্ক তৈরি করছে সরকার। দেশ স্বাধীনে রক্ত ঝরিয়েছেন অনেক স্বাধীনতা সংগ্রামী, কিন্তু প্রচারের আড়ালে আজও অজানা। অথবা তাঁদের অনেককে ভুলতে বসেছি আমরা। সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ ও নবপ্রজন্মের সামনে তুলে ধরতে কর্মশলা বসিরহাটে।
সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের স্পনসরশিপে এবং রাজ্য শিক্ষা দফতর, জেলা ও বসিরহাট শিক্ষা দফতরের উদ্যোগে ও সহযোগিতায় বসিরহাট হাই স্কুলে অনুষ্ঠিত হল একটি একদিনের কর্মশালা যার নাম ডিজিটাল ডিস্ট্রিক্ট রিপোজিটরি বা ডিডিআর।
আরও পড়ুন: ভগবানগোলায় এ কী কাণ্ড! কংগ্রেস-তৃণমূল অশান্তির কারণ শেষে এটা? প্রশ্ন এলাকাবাসীর
জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষক-শিক্ষিকা এখানে এসেছিলেন। ডিডিআরের উদ্দেশ্য হল, অখ্যাত তথা প্রচারের আড়ালে থাকা ব্রিটিশ ভারতের বিপ্লবীদের বা তাঁদের স্মৃতি বিজড়িত স্থানগুলির সম্বন্ধে তথ্য ভাণ্ডার তৈরি করা। যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাঁদেরকে যথাযথ স্বীকৃতি ও সম্মান দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন: মালদহে ‘ম্যাজিক’ হবে, ২৪-এর জয়ের সেমিফাইনালে ২৩-এই বাজিমাত চান অভিষেক
এই কর্মশালায় উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা অর্চিতা ঘোষ, জাতীয় শিক্ষক ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, জেলা গণশিক্ষা প্রসার আধিকারিক, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রমুখ। সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন সিসিআরটির জেলা সম্পন্ন ব্যক্তি এবং বসিরহাট হাই স্কুলের শিক্ষক সিঞ্চন বন্দ্যোপাধ্যায়।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2023 11:38 AM IST