EXCLUSIVE: ৭ মাসে ৬০০ কোটির লোন মঞ্জুর স্টুডেন্ট ক্রেডিট কার্ডে! ছুঁতে চলেছে ১০০০ কোটির অঙ্ক, নবান্নে জরুরি বৈঠকে মুখ্য সচিব

Last Updated:

Student credit Card: ১ হাজার কোটির অঙ্ক ছুঁতে চলেছে ৷ এপ্রিল মাসের শেষেই আরও ৪০০ কোটির লোন মঞ্জুর হতে পারে। এমনটাই আশা নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের।

সাত মাসে ৬০০ কোটি লোন মঞ্জুর স্টুডেন্ট ক্রেডিট কার্ডে
সাত মাসে ৬০০ কোটি লোন মঞ্জুর স্টুডেন্ট ক্রেডিট কার্ডে
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে যাদের তথ্য সম্পূর্ণ রয়েছে, ব্যাঙ্কগুলিকে তাদের লোন অনুমোদনের আবেদন জানালেন মুখ্যসচিব। মঙ্গলবার নবান্নে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে ছিলেন একাধিক ব্যাঙ্কের কর্তা। মুখ্যসচিব ব্যাঙ্কগুলিকে বলেন, ব্যাঙ্কগুলোর কাছে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ১৫ হাজার আবেদনপত্র সেগুলি ৩০ এপ্রিলের মধ্যে লোন মঞ্জুর হয়ে গেলে আরও ৪০০ কোটির লোন অনুমোদন হবে ৷ এ ছাড়া ৫৫ হাজারের  আবেদনপত্র ব্যাঙ্কগুলিকে পাঠানো হয়েছে। সেই অনুমোদনগুলি ৩১ মে-র মধ্যে নিশ্চিত করতে হবে।
সূত্রের খবর, সেক্ষেত্রে আরও ৪০০ কোটি টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন অনুমোদন হতে পারে ৩০ এপ্রিলের মধ্যেই। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে মোট ১০০০ কোটি টাকার লোন অনুমোদন পেয়ে যেতে পারে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীরা। এদিনের বৈঠকে ঠিক হয়েছে আগামী ৭ এপ্রিল রাজ্য জুড়ে মোবিলাইজেশন ক্যাম্প করা হবে। মূলত এই ক্যাম্প এর মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সব তথ্য জমা দিতে পারে।
advertisement
advertisement
এপ্রিল মাসের শেষেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন অনুমোদনের পরিমাণ ১ হাজার কোটির অঙ্ক ছুঁতে চলেছে। ৮ মাসের মধ্যেই এই লোন অনুমোদনের পরিমাণ হতে চলেছে রাজ্যে। আজ, মঙ্গলবার নবান্নে মুখ্য সচিব ব্যাঙ্কগুলোর সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে জরুরি বৈঠকে বসেন। ৩১ মে-র মধ্যেই যে সমস্ত পড়ুয়ার ডকুমেন্টেশন ১০০% আছে তাদের লোন অনুমোদনের নির্দেশ ব্যাঙ্ক গুলিকে। ইতিমধ্যেই ৬০০ কোটি টাকার লোন অনুমোদন হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে। ৫৫ হাজার আবেদনপত্র ব্যাঙ্কগুলোর কাছে পড়ে আছে লোন অনুমোদন মঞ্জুরের জন্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পাওয়ার জন্য আবেদনকারীর সংখ্যা এক লক্ষ আশি হাজার ছাড়িয়েছে।
advertisement
প্রসঙ্গত এখনও পর্যন্ত ২১৫০০ জন পড়ুয়ার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনের অর্থ মঞ্জুর করেছে ব্যাঙ্কগুলি। যার অর্থের পরিমাণ ৬০০ কোটি টাকারও বেশি। নবান্ন সূত্রে খবর, এই দিনের বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের লোন পাওয়ার বিষয়টি আরও গতি বাড়াতে হবে ব্যাঙ্কগুলোকে। সূত্রের খবর, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদনকারীর সংখ্যা পৌঁছেছে ১ লক্ষ ৮০ হাজারের বেশি। সেক্ষেত্রে ব্যাঙ্কগুলির কাছে এখনও ৫৫ হাজার আবেদনপত্র পড়ে রয়েছে মঞ্জুর করার জন্য। সেই আবেদনপত্র মঞ্জুর হয়ে গেলে মে মাসের মধ্যেই অনেকটাই লোন পাওয়ার গতি বাড়বে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে বলেই আশা করছেন নবান্নের উচ্চপদস্থ আধিকারিকরা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
EXCLUSIVE: ৭ মাসে ৬০০ কোটির লোন মঞ্জুর স্টুডেন্ট ক্রেডিট কার্ডে! ছুঁতে চলেছে ১০০০ কোটির অঙ্ক, নবান্নে জরুরি বৈঠকে মুখ্য সচিব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement