B.Ed Colleges: ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল! কারণ জানতে রেজিস্ট্রারকে চিঠি

Last Updated:

রবিবার অর্থাৎ কালীপুজোর দিনই রেজিস্টার কে চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ও কোর্টের মনোনীত দুই সদস্য। এই দুই সদস্যই রাজ্য সরকার মনোনীত সদস্য।

২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল!
২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল!
কলকাতাঃ গত শুক্রবারই রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত-এর কথা জানিয়েছে। তারপর থেকেই কার্যত উচ্চশিক্ষা দফতরের অন্দরে শুরু হয়েছে জোর চর্চা। আর এর মধ্যেই বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে রেজিস্ট্রারকে চিঠি দিল বিএড বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল ও কোর্টের মনোনীত সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য প্রাক্তন উপাচার্য মিতা বন্দ্যোপাধ্যায় এবং কোর্টের সদস্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোজিৎ মন্ডল চিঠি দিল রেজিস্টারকে। মূলত এই দুই প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল ও কোর্টের সরকার মনোনীত প্রতিনিধি।
বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত অবিলম্বে স্থগিত রাখার আবেদন জানিয়েছে সরকার মনোনীত এই দুই সদস্য। রবিবার অর্থাৎ কালীপুজোর দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এই চিঠি দিয়েছে সরকার মনোনীত ২ সদস্য বলেই জানা গেছে। যদিও এ ব্যাপারে যা বলার বিশ্ববিদ্যালয় খুললেই বলা হবে বলে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় যে তার সিদ্ধান্তে অনড় থাকবে অন্তত সেই ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য।
advertisement
advertisement
প্রসঙ্গত শনিবারই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষা মন্ত্রী। কেন বিএড কলেজগুলোর অনুমোদন বাতিল করা হয়েছে? মূলত বিএড কলেজ গুলোর বিরুদ্ধে ভুয়ো সার্টিফিকেট দেওয়ার অভিযোগ, দ্বিতীয়ত বারবার বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে দমকলের এনওসি বা “নো অবজেকশন সার্টিফিকেট” দেওয়ার কথা বলা হলেও একাধিক বি.এড কলেজ সেক্ষেত্রে ভুয়ো সার্টিফিকেট দিয়েছে বলে অভিযোগ, তৃতীয়ত একাধিক বিএড কলেজে নির্দিষ্ট সংখ্যক শিক্ষক না থাকার অভিযোগ। এই কারণগুলোর জন্যই চলতি শিক্ষাবর্ষের জন্য ২৫৩ টি বি.এড কলেজের অনুমোদন বাতিল করেছে বিশ্ববিদ্যালয় বলেই দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আর এবার সেই কলেজগুলির অনুমোদন কেন বাতিল হল তা নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছেন খোদ শিক্ষা মন্ত্রী।
advertisement
শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন “পরিযায়ী উপাচার্যরা এই ধরনের অনেক সিদ্ধান্তই নিচ্ছেন। কেন এই কলেজগুলির অনুমোদন বাতিল করা হল তা আমাদের দফতরের পক্ষ থেকে অনুসন্ধান করে দেখা হবে।” শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি এবার বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েই তদন্ত শুরু করবে রাজ্য? যদিও রাজ্যে নজিরবিহীনভাবে ৬২৪টি বি.এড কলেজের মধ্যে ২৫৩ টি বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিল করে দেওয়াকে অনেকেই ইতিবাচক হিসেবেই দেখছেন। বিশেষত যাঁরা শিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ দেন তাঁদেরই যদি প্রয়োজনীয় শিক্ষক না থাকে এবং তাঁরা পর্যাপ্ত প্রশিক্ষণ না পায়, তবে পরবর্তী প্রজন্মদের কীভাবে শিক্ষা দেবেন? তা নিয়েই প্রশ্ন তুলছেন শিক্ষাবিদদের একাংশ।
advertisement
বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার দাবি করেছিলেন “আমরা একাধিকবার কলেজগুলিকে জানিয়েছিলাম এই বিষয়গুলি নিয়ে সতর্ক করে। তারপরেও কলেজগুলি না করায় আমরা এই অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।” যদিও বেশ কয়েকটি কলেজ আগেই আদালতের দ্বারস্থ হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের দাবি আদালত কলেজগুলির দাবি খারিজ করে দিয়েছে। তবে শনিবারের শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বিএড বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন “আমি পরিযায়ী কোথায় হলাম? ২০২২ সালে ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে শিক্ষামন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন।” বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে চলতি শিক্ষাবর্ষের জন্য এই কলেজগুলির অনুমোদন বাতিল করা হলেও আগামী বছর তাঁদের কাছে সুযোগ থাকছে নতুন করে অনুমোদন নেওয়ার। সেক্ষেত্রে যে বিষয়গুলির জন্য তাঁদের অনুমোদন বাতিল করা হয়েছে তাঁদেরকে সেই বিষয়গুলিকে সংশোধন করতে হবে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
B.Ed Colleges: ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল! কারণ জানতে রেজিস্ট্রারকে চিঠি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement