BARC Recruitment 2022: ওরিয়েন্টেশন কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি জারি করল এই সংস্থা! জানুন, কোথায় এবং কী ভাবে আবেদন করতে হবে
- Published by:Piya Banerjee
Last Updated:
BARC Recruitment 2022: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
#নয়াদিল্লি: সম্প্রতি ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের (Bhabha Atomic Research Centre) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এবং সায়েন্স এমএসসি (OCES 2022) এবং ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এবং পদার্থবিদ্যা এমএসসিদের জন্য DAE গ্র্যাজুয়েট ফেলোশিপ স্কিম (DGFS 2022) এর জন্য ওরিয়েন্টেশন কোর্সের ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে barc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
BARC Recruitment 2022: আবেদনের তারিখ
OCES/DGFS-2022-এর জন্য অনলাইন আবেদন শুরু হয়: জানুয়ারী ১৭, ২০২২
BARC-তে রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১১ ফেব্রুয়ারি, ২০২২
advertisement
অনলাইন আবেদন জমা দেওয়ার তারিখ: ফেব্রুয়ারি ১২, ২০২২
BARC অনলাইন পরীক্ষা: এপ্রিল ৭ থেকে ১৩ এপ্রিল, ২০২২
প্রার্থীদের GATE-2022 স্কোর আপলোড করার শেষ তারিখ: এপ্রিল ১৩, ২০২২
BARC পরীক্ষার ফলাফলের তারিখ: এপ্রিল ২৮, ২০২২
advertisement
অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে সাক্ষাৎকারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের তালিকা প্রদর্শন: এপ্রিল ২৮, ২০২২
যোগ্য প্রার্থীদের জন্য ইন্টারভিউ স্লট নির্বাচন করতে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে উপলব্ধতা-ভিত্তিক বিকল্প: ৩০ এপ্রিল থেকে ৪ মে, ২০২২
অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে OCES-2022-এর জন্য চূড়ান্ত ভাবে
নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রদর্শন: আগস্ট ১৮, ২০২২
advertisement
এক নজরে ভর্তি সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার (Bhabha Atomic Research Centre)
পদের নাম: ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এবং সায়েন্স এমএসসি (OCES 2022)
এবং ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এবং পদার্থবিদ্যা এমএসসিদের জন্য DAE
গ্র্যাজুয়েট ফেলোশিপ স্কিম (DGFS 2022)
শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি
কাজের স্থান: মুম্বই, কালপক্কম, ইন্দোর এবং হায়দ্রাবাদ
কাজের ধরন: কিছু জানানো হয়নি
advertisement
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১১.০২.২০২২
BARC Recruitment 2022: বিশেষ ঘোষণা
OCES: মুম্বই, কালপক্কম, ইন্দোর এবং হায়দ্রাবাদের পাঁচটি BARC ট্রেনিং স্কুলে ১ বছরের প্রোগ্রাম পরিচালিত হবে।
DFGS: ইঞ্জিনিয়ারিং স্নাতক এবং পদার্থবিদ্যার স্নাতকোত্তরদের জন্য ২ বছরের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে যারা BARC ট্রেনিং স্কুলের প্রোগ্রামগুলির জন্য নির্বাচনী ইন্টারভিউ উত্তীর্ণ করেছে এবং যারা স্বাধীন ভাবে M. Tech-এর জন্য ভর্তি হয়েছে।
advertisement
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিস্তারিত বিজ্ঞপ্তির https://www.barconlineexam.in/document/RECT_4_Employment_News_Rcvd_on_12_Jan_2022_Final_Sent_to_R4_for_Publishment.pdf মাধ্যমে জানতে পারেন।
Location :
First Published :
January 19, 2022 5:57 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
BARC Recruitment 2022: ওরিয়েন্টেশন কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি জারি করল এই সংস্থা! জানুন, কোথায় এবং কী ভাবে আবেদন করতে হবে