Anganwadi Recruitment 2022: বড় সুযোগ! আট হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে
- Published by:Suman Majumder
Last Updated:
Anganwadi Recruitment 2022: অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি।
#নয়াদিল্লি: Anganwadi Recruitment 2022: সম্প্রতি গুজরাটের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেসের (Integrated Child Development Services) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মহিলা এবং চাইল্ড ডেভেলপমেন্টের জন্য অঙ্গনওয়াড়ি কার্যকর্তা, অ্যাসিস্ট্যান্ট ও পর্যবেক্ষকের বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন- দারুণ বেতন, বাংলার এই দুই জেলায় PNB-তে চাকরির দুর্দান্ত সুযোগ! মিস করবেন না...
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেসের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে e-hrms.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Anganwadi Recruitment 2022: আবেদনের তারিখ
advertisement
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৪ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
Anganwadi Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৮০০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, গুজরাট (Integrated Child Development Services)
পদের নাম: অঙ্গনওয়াড়ি কার্যকর্তা, অ্যাসিস্ট্যান্ট ও পর্যবেক্ষক
advertisement
শূন্যপদের সংখ্যা: ৮০০০
কাজের স্থান: গুজরাট
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৪.০৪.২০২২
Anganwadi Recruitment 2022: আবেদন পদ্ধতি
স্টেপ ১- প্রার্থীদের সবার প্রথমে গুজরাটের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেসের অফিসিয়াল ওয়েবসাইটে e-hrms.gujarat.gov.in যেতে হবে
advertisement
স্টেপ ২- মহিলা এবং শিশু বিকাশ বিভাগের অন্তর্গত ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৩- এরপর প্রার্থীদের সমস্ত তথ্য ও ডকুমেন্ট সহযোগে আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং আবেদনপত্রটি জমা করতে হবে
স্টেপ ৪- আবেদনপ্রক্রীয়া সম্পন্ন হলে প্রার্থীদের ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিতে হবে
Anganwadi Recruitment 2022: আবেদনের যোগ্যতা
advertisement
প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। ৭ম, ৮ম, ১০ম এবং ১২শ শ্রেণি উত্তীর্ণরা আবেদনের যোগ্য।
Anganwadi Recruitment 2022: বয়সসীমা
১৮ থেকে ৩৩ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে তবে সংরক্ষিত বর্গের প্রার্থীদের জন্য বয়সের উর্দ্ধসীমায় ছাড় রয়েছে।
Location :
First Published :
March 19, 2022 2:19 PM IST