Anganwadi Recruitment 2022: বিপুল সংখ্যক শূন্যপদে অঙ্গনওয়ারিতে নিয়োগ! আজই আবেদন করুন
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Anganwadi Recruitment 2022: ইচ্ছুক প্রার্থীদের আগামী দুই দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে।
#নয়াদিল্লি: সম্প্রতি মহিলা এবং বাল বিকাশ শিবমোগার (Anganwadi Shivamogga Recruitment) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ সি পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অঙ্গনওয়াড়ি শিবমোগার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Anganwadi Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী দুই দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
Anganwadi Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৩৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীদের মূলত গ্রুপ সি পদে নিয়োগ করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | মহিলা এবং বাল বিকাশ শিবমোগা (Anganwadi Shivamogga Recruitment) |
পদের নাম | গ্রুপ সি পদ |
শূন্যপদের সংখ্যা | ১৩৭ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | শুধুমাত্র সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | ফিল্ড ইনভেস্টিগেটর – যে কোনও স্ট্রিমে স্নাতক/স্নাতকোত্তর ও পাঁচ বছরের অভিজ্ঞতা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
বেতনক্রম | বিশদ দেখুন |
advertisement
যোগ্যতা, আবেদনের বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এখানে উপলব্ধ লিঙ্কে https://anganwadirecruit.kar.nic.in/docs/25810145817.pdf ক্লিক করে দেখতে পারেন।
Anganwadi Recruitment 2022: আবেদনের যোগ্যতা
যে সকল প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাঁদের ন্যূনতম অষ্টম ও দশম শ্রেণী পাস হতে হবে।
Anganwadi Recruitment 2022: বয়সসীমা
advertisement
বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
Anganwadi Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের বিশেষ করে জানানো হচ্ছে যে তাঁদের শুধুমাত্র সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচন করা হবে। এই বিষয়ে আরও জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন।
advertisement
ইচ্ছুক প্রার্থীরা সরাসরি আবেদন করতে ইচ্ছুক হলে এই লিঙ্কটি https://wcd.karnataka.gov.in/english ব্যবহার করতে পারেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
Location :
First Published :
February 14, 2022 4:53 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Anganwadi Recruitment 2022: বিপুল সংখ্যক শূন্যপদে অঙ্গনওয়ারিতে নিয়োগ! আজই আবেদন করুন