AAI Recruitment 2022|| এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে ৪০০ শূন্যপদে শীঘ্রই নিয়োগ, বিজ্ঞপ্তি জারি...

Last Updated:

AAI Recruitment 2022: প্রার্থীদের আগামী ১৪ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

#নয়াদিল্লি: সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (Airport Authority of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র একজিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১৪ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৪০০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাএয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India)
পদের নামজুনিয়র একজিকিউটিভ
শূন্যপদের সংখ্যা৪০০
কাজের স্থানভারত
কাজের ধরনবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন শুরু তারিখবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৪.০৭.২০২২
advertisement
আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স সহ তিন বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে বা প্রার্থীদের যে কোনও বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি (যে কোনও একটি সেমিস্টারে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স বিষয় হিসেবে থাকতে হবে) থাকতে হবে
advertisement
বয়সসীমা:
নিয়োগের জন্য সর্বোচ্চ বয়স সীমা ১৪ জুলাই, ২০২২ অনুযায়ী ২৭ বছর হতে হবে।
সম্পূর্ণ নোটিশের লিঙ্ক- https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/77011//Instruction.html
আবেদন পদ্ধতি:
অফিসিয়াল ওয়েবসাইটে aai.aero যেতে হবে
হোমপেজে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে
এরপর প্রার্থীদের এই "DIRECT RECRUITMENT FOR THE POST OF JUNIOR EXECUTIVE (AIR TRAFFIC CONTROL) IN AAI UNDER ADVT. NO. 02/2022" লিঙ্কটিতে ক্লিক করতে হবে
advertisement
একটি নতুন লগইন পেজ খুলবে
অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে
লগ ইন পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীকে পোর্টালে লগইন করতে হবে
আবেদনের ফর্মটি পূরণ করতে হবে এবং দরকারি ডকুমেন্ট আপলোড করতে হবে
ফর্ম সাবমিট করতে হবে
ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মের একটি প্রিন্টআউট করে নিতে হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
AAI Recruitment 2022|| এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে ৪০০ শূন্যপদে শীঘ্রই নিয়োগ, বিজ্ঞপ্তি জারি...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement