Birbhum News: বগটুই হত্য়াকাণ্ডের পর আতঙ্কে গ্রামছাড়া সামিয়ার মাধ্যমিক-সাফল্যে গর্বিত গোটা জেলা
- Reported by:SUBHADIP PAL
- news18 bangla
Last Updated:
Birbhum News: সামিয়ার পরিবারের লোকজন জানান, বগটুইয়ের গণহত্যার ঘটনার পরেই গ্রামে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরাও মেয়ের পড়াশোনা নিয়ে চিন্তায় পড়ে যান।
বীরভূম: হত্যাকাণ্ডের জন্য নয়, এবার বগটুই গ্রামের সামিয়ার সাফল্য নিয়ে চর্চা জেলাজুড়ে। কারণ এবার মাধ্যমিকে বগটুই গ্রামের সামিয়া সুলতানা প্রায় ৯৩ শতাংশ নম্বর পেয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। ভবিষ্যতে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে চান।
২১ মার্চ ২০২২ সালে বগটুইয়ে গণহত্যার ঘটনা ঘটে। যার জেরে গ্রামে জনজীবন চরমভাবে প্রভাবিত হয়। রাতারাতি রাজ্য তথা দেশজুড়ে ঘটনার চর্চা শুরু হয়। হত্যা লীলার জন্য খ্যাতি লাভ করে বীরভূমের রামপুরহাটের এই ছোট্ট গ্রাম। কিন্তু সেই গ্রামের বাসিন্দা মাধ্যমিকে নজরকাড়া সাফল্য লাভ করলেন এ বছর। যদিও বর্তমানে সামিয়ারা রামপুরহাটে থাকেন।
advertisement
advertisement
সামিয়ার পরিবারের লোকজন জানান, বগটুইয়ের গণহত্যার ঘটনার পরেই গ্রামে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরাও মেয়ের পড়াশোনা নিয়ে চিন্তায় পড়ে যান। বগটুই কাণ্ডের আগে থেকেই গ্রামে মাঝে মধ্যে অশান্তি লেগে থাকত। তার জেরেই গ্রাম ছেড়ে রামপুরহাটে বসবাস শুরু করেন সামিয়া ও তাঁর পরিবার।
advertisement
সামিয়া জানান, গ্রামে মাঝেমধ্যেই ছোটখাটো অশান্তি লেগে থাকত। তাই আর পাঁচটি পরিবারের মতো আতঙ্কে ছিলেন সামিয়া এবং তাঁর পরিবার। ফলে পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটলেও দৃঢ় মানসিকতার জেরে সাফল্য সামিয়ার। সে মাধ্যমিক পরীক্ষায় বাংলায় ৯৩, ইংরেজিতে ৯৩, গণিতে ৮৭, ভৌতবিজ্ঞানে ৯৮, জীবনবিজ্ঞানে ৯৩, ইতিহাসে ৯১ এবং ভূগোলে ৯৪। গণিতে যদিও আরও নম্বর আশা করেছিলেন সামিয়া। তবে পারিপার্শ্বিক প্রতিকূলতা কাটিয়ে মেয়ের এই নজরকাড়া সাফল্যে খুশি সামিয়ার বাবা ও মা।
advertisement
Subhadip Pal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 5:44 PM IST