Madhyamik Results 2023|| মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে কোচবিহারের তিন কৃতী! জেলায় খুশির হাওয়া

Last Updated:

Madhyamik Results 2023: প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ফলাফল। কোচবিহার জেলায় প্রথম দশের তালিকায় স্থান পেয়েছেন তিনজন পরীক্ষার্থী। জেলা থেকে তিনজন কৃতির প্রথম দশে স্থান পাওয়ার কারণে রীতিমতো খুশি জেলাবাসী।

+
মাধ্যমিক

মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে জেলা থেকে তিন কৃতী

কোচবিহার: এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,০৯,৮৭৭৫। যা এ বছর বেশ খানিকটা কমে হয় ৬, ৯৮,৬২৮ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই আজ সকালে প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ফলাফল। কোচবিহার জেলায় প্রথম দশের তালিকায় স্থান পেয়েছেন মাত্র তিনজন পরীক্ষার্থী।
তবে এই বছর মাধ্যমিক পরীক্ষায় কোচবিহার জেলা থেকে প্রথম দশের মধ্যে স্থানাধিকারীর সংখ্যা অনেকটাই কমে এসেছে। তবে জেলা থেকে তিনজন কৃতির প্রথম দশে স্থান পাওয়ার কারণে রীতিমত খুশি জেলার মানুষেরা। প্রথম সাতের মধ্যে থাকা কোচবিহারের মাধ্যমিক পরীক্ষার্থীর নাম সত্যম বর্মন। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৬৮৬।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ওটিপি ছাড়াই অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা! কীভাবে ঘটল এমন কাণ্ড? আতান্তরে ব্যাঙ্ক
কোচবিহার রামভোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সত্যম। তাঁর বাড়ি কোচবিহার কামেশ্বরি রোডের কলা বাগানের নিকটে। তাঁর বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং মা একজন গৃহবধূ। ভবিষ্যত দিন সে সায়েন্স বিভাগ নিয়ে পড়াশোনা করতে চায়। এবং আগামীতে সে ইউপিএসসি পরীক্ষা দিয়ে জেলা শাসক হতে চায়। অপরদিকে কোচবিহারের থেকে মাধ্যমিকে অষ্টম স্থান পাওয়া পরীক্ষার্থী নাম প্রত্যুষা বর্মন। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৬৮৫। গোপাল নগর এমএসএস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রত্যুষা। তাঁর বাড়ি দিনহাটা মহকুমা পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবা পেশায় একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং মা একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা। ভবিষ্যত দিন সে সায়েন্স বিভাগ নিয়ে পড়াশোনা করতে চায়। তাঁর সবচাইতে পছন্দের বিষয় ফিজিক্যাল সায়েন্স। এছাড়াও সে ভবিষ্যত দিনে একজন গবেষক রূপে প্রতিষ্ঠিত হতে চায়।
advertisement
এ ছাড়াও কোচবিহার জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান পাওয়া পরীক্ষার্থীর নাম তুষার দেবনাথ। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৬৮৪। বক্সিরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র তুষার। তাঁর বাড়ি বক্সিরহাটের সুভাষপল্লি এলাকায়। তাঁর বাবা পেশায় একজন সবজি ব্যবসায়ী এবং মা হলেন গৃহবধূ। ভবিষ্যত দিন সেও সায়েন্স বিভাগ নিয়ে পড়াশোনা করতে চায়।
তবে পরিবারের আর্থিক অবস্থা তাঁকে ভাবিয়ে তোলে মাঝে মধ্যেই। ভবিষ্যতে কি হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় এখনও পর্যন্ত সে কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। তবে সে আগামীতে উচ্চ শিক্ষায় আরোও শিক্ষিত হয়ে পরিবারের পাশে দাঁড়াতে চায় এবং পরিবারের সকল মানুষের মুখ উজ্জ্বল করতে চায়। এ ছাড়াও এতদিন যেসকল মানুষেরা তাঁকে সাহায্য করেছেন তাদের মুখও উজ্জ্বল করতে চায় সে।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Results 2023|| মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে কোচবিহারের তিন কৃতী! জেলায় খুশির হাওয়া
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement