বারাসাত: ওটিপির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার বহু অভিযোগই জমা পড়ে থানায়। আর তা নিয়েই ব্যাঙ্ক ও প্রশাসনের তরফ থেকে চালানো হয় সাইবার সচেতনতা প্রচার। কিন্তু এ বার আর ওটিপি নয়, সরাসরি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছেন প্রতারকরা। ওটিপি শেয়ারিং ছাড়াই এমনই ব্যাঙ্ক প্রতারণার শিকার হলেন বারাসাতের সেবায়ন প্রতিষ্ঠানের সৌমেন হালদার।
এ দিন বারাসাত থানায় লিখিত অভিযোগ জানান ওই ব্যবসায়ী। জানা গিয়েছে সেবায়ন প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাকাউন্ট থেকে মুম্বইয়ের একটি অ্যাকাউন্টে চলে গিয়েছে ওই টাকা। অন্যান্য দিনের মতো ব্যালেন্স চেক করতে গিয়ে সৌমেন হালদার বুঝতে পারেন টাকা লোপাটের ঘটনা। স্টেটমেন্ট বার করলেও তাতে চেক না অনলাইন পেমেন্ট তার কোনও উল্লেখ নেই বলে জানান। এই ট্রানজাকশনের বিষয়ে বিন্দুমাত্রও খবর নেই ওই ব্যবসায়ীর কাছে। টাকা কাউকে দেননি বলেই জানান।
আরও পড়ুনঃ কেমন চা খেতে ইচ্ছে করছে? শুধু একটা ক্লিক করুন, বাড়িতেই পৌঁছবে পছন্দসই চা
তাহলে কীভাবে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হল? যদিও ব্যবসায়ী সৌমেন হালদার জানান, বিষয়টি নিয়ে কানাডা ব্যাঙ্কের দ্বারস্থ হন তিনি। ব্যাঙ্কের তরফ থেকে কোন সদউত্তর না মেলায় থানার দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগ দায়ের করার পর ব্যাঙ্ক পোর্টালে উল্লেখ করে টাকা ফেরতের ব্যবস্থা চেষ্টা করা হবে বলেও ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।
যদিও ওই ব্যবসায়ীর আরও দাবি, ব্যাঙ্কের তরফে বলা হয় এটিএম কার্ড ব্যবহার করে কোন পেমেন্ট করা হয়েছে কিনা। কিন্তু সৌমেন বাবু জানান, আঁধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক করার সময় এটিএম কার্ড ব্যবহার করেই তিনি শেষ পেমেন্ট করেছেন। তবে কি সেখান থেকেই প্রতারকদের হাতে মিলল তথ্য, উঠছে সেই প্রশ্নও। তবে ব্যবসায়ীর কারেন্ট অ্যাকাউন্টের থেকে এ ভাবে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এখন টাকা ফেরতের বিষয় কোন সঠিক তথ্য দিতে পারেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
সেবায়ন সংস্থার সৌমেন হালদারের এখন একটাই দুশ্চিন্তা, প্রতিনিয়ত এই কারেন্ট অ্যাকাউন্টে টাকা ঢোকে। ফলে আবারও যদি তার একাউন্ট থেকে টাকা চলে যায় সেক্ষেত্রে তিনি কোথায় যাবেন, কী করবেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত নেমেছে পুলিশ।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barasat