WBCHSE HS Class 12th Result 2023 | উচ্চ মাধ্যমিকে হুগলির নজরকাড়া ফল! মেধাতালিকায় কতজন? শুনলে চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal HS Class 12th Results 2023: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানতে সবার আগে চোখ রাখুন news18bangla.com-এ ৷ টাইপ করুন আপনার রোল নম্বর এবং জেনে নিন রেজাল্ট ৷ The WBCHSE WB HS Result 2023 or WB Board class 12th result 2023 has been declared today,
উচ্চ মাধ্যমিকের ফল বেরনোর পরে নজর কাড়ল হুগলি জেলা৷ পাশের হারে প্রথমে পূর্ব মেদিনীপুর থাকলেও হুগলি জেলা থেকে ১৮ জন রয়েছে মেধাতালিকায়৷ তবে মেধাতালিকায় মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও পিছিয়ে রয়েছে কলকাতা৷ বেলা ১২ টায় অনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি৷ এরপর বেলা সাড়ে ১২টায় ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরারেজাল্ট সবার আগে জানতে নজর রাখুন–> https://bengali.news18.com/news/career/board-results/
advertisement
মাত্র ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে৷ প্রথম হয়েছে শুভ্রাংশু সরদার৷ চলতি বছরের ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এবছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে বোর্ড সূত্রে খবর ৷
advertisement
Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023 | WBCHSE ক্লাস 12 তম ফলাফল 2023 লাইভ আপডেট
ওয়েবসাইট ছাড়া এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। SMS-এ ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি মানতে হবে। মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে। ৩১ মে শংসাপত্রের প্রতিলিপি দেওয়া হবে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 1:23 PM IST