আইআরসিটিসি দুর্নীতি মামলায় পরিবার সহ লালুকে তলব করল দিল্লি আদালত
Last Updated:
আইআরসিটিসি দুর্নীতি মামলায় পরিবার সহকে লালুকে তলব করল দিল্লি আদালত
#নয়াদিল্লি: আইআরসিটিসি দুর্নীতি মামলায় এবার আদালতে তলব করা হল আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও পুত্র তেজস্বী যাদবকে । ৩১ অগস্টের আগে তিনজনকেই আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে বিশিষ্ট বিচারপতি অরবিন্দ কুমার । ১৬ এপ্রিল এই দুর্নীতি মামলায় চার্জশীট পেশ করে সিবিআই ও তাতে বলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে ।
Delhi Court issues summons to RJD leader Lalu Prasad Yadav and son Tejashwi Yadav,wife Rabri Devi and others as accused in alleged irregularities in granting operational contracts of two IRCTC hotels to a private firm.
— ANI (@ANI) July 30, 2018
advertisement
advertisement
লালুর পরিবার ছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রেম চাঁদ গুপ্ত ও তাঁর স্ত্রী সরলা গুপ্ত,আইআরসিটিসির তৎকালীন অধিকর্তা বিকে আগরওয়াল ও সহ-অধিকর্তা রাকেশ সাক্সেনার বিরুদ্ধেও অভিযোগ আছে এই চার্জশীটে । এছাড়াও আরসিটিসির তৎকালীন বিভাগীয় ম্যানেজার ভিকে আস্থানা, আরকে গোয়াল ও সুজাতা হোটেল ও চাণক্য হোটেলের ম্যানেজার বিজয় ও বিনয় কোচ্চরের বিরুদ্ধেও পেশ হয়েছে চার্জশীট ।
advertisement
২০১৭ সালের জুলাই মাসে পাটনা, রাঁচি সহ দেশের ১২টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই । এরপরই লারা প্রজেক্টস ও সুজাতা হোটেল প্রাইভেট লিমিটেড-এই দুই কোম্পানির বিরুদ্ধে চার্জশীট দাখিল করে সিবিআই । আইআরসিটিসি ও এই দুই কোম্পানির মধ্যে হোটেল নির্মাণ বিষয়ক একটি কার্যকরী চুক্তিতে প্রভূত অসঙ্গতি পায় সিবিআই এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র ) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা রুজু করা হয় ।
view commentsLocation :
First Published :
July 30, 2018 12:21 PM IST

