Panskura Blast: বিকট শব্দে কেঁপে উঠল পাঁশকুড়া, থানার গোডাউনে বিস্ফোরণ! মৃত সিভিক ভলেন্টিয়ার

Last Updated:

দ্রুত ওই সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷

আগুনে পুড়ে যায় এতটি বাইকও৷
আগুনে পুড়ে যায় এতটি বাইকও৷
#পাঁশকুড়া: থানার গোডাউনে জোরালো বিস্ফোরণে প্রাণ হারালেন এক সিভিক ভলেন্টিয়ার৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়়ালো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়৷
এ দিন দুপুরে আচমকাই পাঁশকুড়া থানা চত্বর বিকট শব্দে কেঁপে ওঠে৷ স্থানীয় সূত্রে খবর, পাঁশকুড়ার বিভিন্ন এলাকা থেকে শব্দবাজি ও আতশবাজি বাজেয়াপ্ত করে নিয়ে এসে থানার গোডাউনে মজুত করে রাখা হয়৷ এ দিন সেই গোডাউনেই আগুন লাগে৷
advertisement
advertisement
কয়েক মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ঘটে ওই আতশবাজিতে৷ বিস্ফোরণের জেরে এক সিভিক ভলেন্টিয়ার গুরুতর আহত হন৷ একটি মোটরবাইকেও আগুন লেগে যায়৷
দ্রুত ওই সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ নিহত সিভিক ভলেন্টিয়ারের নাম গৌপাল মান্না৷  তাঁর বাড়ি হাউর অঞ্চলের বড়দাবাড় গ্রামে।
পুলিশ সূত্রে খবর, কালীপুজোর আগে পাঁশকুড়া থানা এলাকার সাধুয়াপোঁতা গ্রামে নিষিদ্ধ আতশবাজিতে বিস্ফোরণ ঘটে৷ সেই ঘটনায় দু' জনের মৃত্যু হয়৷ এর পরেই তৎপর হয় পুলিশ৷ পাঁশকুড়ার বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধা বাজি বাজেয়াপ্ত করা হয়৷ সেই বাজিই থানার গোডাউনে রাখা হয়েছিল৷ এতদিন ধরে বাজি নষ্ট না করে থানার গোডাউনে রেখে দেওয়ার ঝুঁকি নিল পুলিশ, তা নিয়েও প্রশ্ন উঠছে৷
view comments
বাংলা খবর/ খবর/দার্জিলিং/
Panskura Blast: বিকট শব্দে কেঁপে উঠল পাঁশকুড়া, থানার গোডাউনে বিস্ফোরণ! মৃত সিভিক ভলেন্টিয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement