WB Panchayat Election Results 2023: জয়ী ঘোষণার পরেই বলে পরাজিত! BJP প্রার্থীদের হয়ে পথে সুকান্ত, তুমুল তোপ
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
বিভিন্ন ধরনের অভিযোগ গণনা কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে যেখানে ব্যালটের হিসাব যেমন মিলছে না, তেমনি ব্যালটের সইয়ের গরমিল আছে, এই অজুহাতে ও বিজেপির জয়ী প্রার্থীদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ সুকান্ত মজুমদারের।
দক্ষিণ দিনাজপুর: ভোটে জিতে গিয়েছেন, জানিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অঙ্ক গেল উল্টে৷ যা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ বিষয়টি নিয়ে জেলাশাসকের দফতরের বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা৷ শাসকদলকে তীব্র তোপ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও৷
ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর ও ১২ নম্বর কেন্দ্রের ঘটনা৷ অভিযোগ, এখানকার বিজেপি প্রার্থী মুক্তি মারডি ও স্বপ্না পাহানকে প্রথমে গণনাকেন্দ্রের তরফে জানানো হয় যে, তাঁরা জয়ী হয়েছেন৷ কিন্তু, এর কিছুক্ষণ পরেই তাঁদের ডেকে জানানো হয় যে, তাঁরা পরাজিত হয়েছেন৷ এহেন ঘটনার পরেই বিক্ষোভ ছড়ায় বিজেপি কর্মীদের মধ্যে৷
আরও পড়ুন: নন্দীগ্রামে বিজেপির জয়জয়কার! কার ঘাড়ে দোষ চাপালেন কুণাল ঘোষ? বিস্ফোরক অভিযোগ
গোটা ঘটনায় গণনায় কারচুপির অভিযোগ এনেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ জেলাশাসকের দফতরের সামনে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বিক্ষোভ দেখান তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
view commentsএদিন সুকান্ত বলেন, ‘‘বিভিন্ন ধরনের অভিযোগ গণনা কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে যেখানে ব্যালটের হিসাব যেমন মিলছে না, তেমনি ব্যালটের সইয়ের গরমিল আছে, এই অজুহাতে ও বিজেপির জয়ী প্রার্থীদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে।’’
Location :
West Bengal
First Published :
July 11, 2023 8:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
WB Panchayat Election Results 2023: জয়ী ঘোষণার পরেই বলে পরাজিত! BJP প্রার্থীদের হয়ে পথে সুকান্ত, তুমুল তোপ

