হোম /খবর /দক্ষিণ দিনাজপুর /
৭১-এর মুক্তিযুদ্ধে পর্যুদস্ত খান সেনার ফেলে যাওয়া ট্যাঙ্ক রাখা আছে বালুরঘাটে

Dakshin Dinajpur News: মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে বালুরঘাটের বুকে দাঁড়িয়ে আছে খান সেনার ফেলে যাওয়া ট্যাঙ্ক

X
title=

মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি যুদ্ধ ট্যাঙ্ক বালুরঘাট শহরে ঢোকার মুখে রঘুনাথপুরে স্মৃতি স্মারক হিসেবে রাখা আছে।

  • Share this:

দক্ষিণ দিনাজপুর: অবিভক্ত বাংলার দিনাজপুর জেলায় বলহরঘট্ট ছিল এক জমজমাট জনপদ। যদিও দেশ স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে সেই বলহরঘট্ট হয়ে ওঠে বালুরঘাট! আজও এই শহরের নানান জায়গায় ওপার বাংলা, অধুনা বাংলাদেশের স্মৃতি জড়িয়ে আছে। বালুরঘাট শহরের বুকে একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে একটি যুদ্ধ ট্যাঙ্ক।

১৯৪৭ সালে দেশভাগের পর আজকের বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত ছিল। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্ব ও ভারতীয় সেনার সহযোগিতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের খান সেনাকে পরাস্ত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। তাদের সেই স্বাধীনতার যুদ্ধ মুক্তিযুদ্ধ নামে খ্যাত। সেই মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি যুদ্ধ ট্যাঙ্ক বালুরঘাট শহরে ঢোকার মুখে রঘুনাথপুরে স্মৃতি স্মারক হিসেবে রাখা আছে।

আরও পড়ুন: ভূমি রাজস্ব দফতরের জন্য কারবারের ‘ক্ষতি’! পথ অবরোধ ট্রাক্টর চালকদের

ওই ট্যাঙ্ক থেকেই এলাকার নামকরণ হয়েছে ট্যাঙ্ক মোড়। এটি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে সেই ট্যাঙ্ক অবহেলায় পড়ে থাকার পর পুরসভার পক্ষ থেকে তাকে মর্যাদা দেওয়া হয়। বর্তমানে নির্দিষ্ট জায়গায় সুসজ্জিত রাখা হয়েছে সেটি। বালুরঘাট পুরসভা জানিয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বহনকারী এই ট্যাঙ্কটিকে আরও সুন্দর করে প্রতিস্থাপন করা হবে। এর পাশে ৩০ মিটার উচ্চতা বিশিষ্ট একটি জাতীয় পতাকা লাগানোর পরিকল্পনাও নিয়েছে পুরসভা।

এছাড়াও ট্যাঙ্ক সংলগ্ন এলাকাজুড়ে একটি ভার্টিক্যাল উদ্যান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত সবকটি পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানানো হয়েছে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে এই ট্যাঙ্কের সঙ্গে কী কী ইতিহাস জড়িয়ে আছে সেটাও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে।

সুস্মিতা গোস্বামী

Published by:kaustav bhowmick
First published:

Tags: Dakshin Dinajpur News