South Dinajpur News: ফের বাসের ধাক্কায় জখম ২ স্কুল পড়ুয়া! "পুলিশি অপদার্থতার"র অভিযোগ স্থানীয়দের
- Published by:Anulekha Kar
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বাসের ধাক্কায় আহত দুই স্কুল পড়ুয়া। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের পাগলীগঞ্জ এলাকার আটইর মোড়ে। পাশাপাশি, এই ঘটনায় চালকসহ আহত আরো দুই।
দক্ষিণ দিনাজপুর: বাসের ধাক্কায় আহত ২ স্কুল পড়ুয়া। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের পাগলীগঞ্জ এলাকার আটইর মোড়ে। এই ঘটনায় চালকসহ আহত আরও ২।
জানা গিয়েছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেসরকারি বাসের সঙ্গে একটি অটোর ধাক্কা লাগে। বাসের ধাক্কায় পড়ুয়া সহ যাত্রীরা ছিটকে পড়ে যায়। জখম পড়ুয়া ও তাদের অভিভাবকদের চিকিৎসার জন্য নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বিক্ষোভ। ওই এলাকায় কেন পুলিশের কোনও নজর ছিল না বলে অভিযোগ করেন তারা। গুরুত্বপূর্ণ এলাকা হলেও সেখানে কোনও ট্রাফিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার ছিল না বলে অভিযোগ।
advertisement
advertisement
পরিবারের পক্ষ থেকে জানা যায়, ক্ষুদে পড়ুয়া বালুরঘাটের একটি বেসরকারি বাংলা মিডিয়াম স্কুলে পড়ত। এই দিন স্কুল ছুটি হবার পর বালুঘাটের খাসপুর এলাকায় অটো করে ওই স্কুল পড়ুয়া সহ অভিভাবকরা বাড়ি ফিরছিলেন। এদিকে জখম ৩ জনের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। তাদের বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট ট্র্যাফিক ওসি বৃত্তিসুন্দর সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2023 3:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: ফের বাসের ধাক্কায় জখম ২ স্কুল পড়ুয়া! "পুলিশি অপদার্থতার"র অভিযোগ স্থানীয়দের