South Dinajpur News : বৃক্ষ ছেদন ও বিশ্ব উষ্ণায়ন রুখতে দরকার বৃক্ষ রোপন! পরিবেশ দিবসে একাধিক কর্মসূচি
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
৫ই জুন। বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বায়ন যেভাবে বাড়ছে সেই জায়গা থেকে সবুজায়ন করা দরকার সর্বপ্রথম।১৯৭৪ সালে রাষ্ট্রপুঞ্জ দ্বারা পালিত হয়েছিল। এই দিনটি বৃক্ষ ছেদন নয় বিশ্বায়ন রুখতে করার দরকার বৃক্ষ রোপন।
দক্ষিণ দিনাজপুর : আজ ৫ই জুন। বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বায়ন যেভাবে বাড়ছে সেই জায়গা থেকে সবুজায়ন করা দরকার সর্বপ্রথম। ১৯৭৪ সালে রাষ্ট্রপুঞ্জ দ্বারা পালিত হয়েছিল। এই দিনটি বৃক্ষ ছেদন নয় বিশ্বায়ন রুখতে করার দরকার বৃক্ষ রোপন। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।
সোমবার সকালে বালুরঘাট থানা মোড়ের দিশারী সংকল্প নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি, গাছের গায়ে পরিবেশ প্রদর্শনী করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দিশারি সংকল্পের তরফ সহ সমাজসেবী তুহিন শুভ্র মন্ডল সহ অন্যান্যরা। বৃক্ষরোপনের সাধারণ মানুষদের সচেতন করতে মিছিল করা হয়।
আরও পড়ুন ঃ বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে BSF-র বর্ণাঢ্য সাইকেল র্যালি
পাশাপাশি, শহরের একাধিক জায়গায় বৃক্ষ রোপণ করা হয়। জয়হিন্দ বাহিনীর তরফে আজ বিশেষ করে আত্রেয়ী নদী ও খাঁড়ির বাঁধে এবং বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তার ধার ও এলাকায় বৃক্ষ রোপন করা হয়। এর পাশাপাশি বালুরঘাট শহরের ৭ নম্বর ওয়ার্ডে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পার্থনিয়াম নিধন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী সহ অন্যান্যরা।
advertisement
advertisement
শিল্পায়ন এর পাশাপাশি নগরায়নের জেরে গোটা বিশ্বজুড়েই পরিবেশ বিপদগ্রস্থ। এমনকি বিশ্ব উষ্ণায়ণ ঘুম ছুটিয়েছে পরিবেশ বিজ্ঞানীদের। দিনের পর দিন যে ভাবে পৃথিবীর উষ্ণতা ভূগর্ভে সঞ্চিত জল ও জ্বালানি তলানিতে এসে ঠেকেছে , তাতে অদূর ভবিষ্যতে মানব সভ্যতার সামনে যে বিশাল সংকট এসে উপস্থিত হবে তাতে কোনও সন্দেহ নেই। পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার ওপরেই বর্তায়। একটু চেষ্টা করলেই পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারি আমরাও।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 12:35 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News : বৃক্ষ ছেদন ও বিশ্ব উষ্ণায়ন রুখতে দরকার বৃক্ষ রোপন! পরিবেশ দিবসে একাধিক কর্মসূচি