Tragic Death: সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাস কেড়ে নিল দুই শ্রমিকের প্রাণ, বেঘোরে মৃত্যু এক কিশোরেরও

Last Updated:

Tragic Death: দুই শ্রমিককে দেখতে না পেয়ে এলাকারই এক কিশোর তার ভেতরে উঁকি দেয়। তখনই সে দেখে ট্যাঙ্কের ভিতর পড়ে আছে ওই দুই শ্রমিক। কিন্তু সেই সময় ওই কিশোরটিও কোন‌ওভাবে ট্যাঙ্কের ভেতর পড়ে যায়

বিষাক্ত গ্যাস নির্গত হয়েই মৃত্যু তিনজনের
বিষাক্ত গ্যাস নির্গত হয়েই মৃত্যু তিনজনের
দক্ষিণ দিনাজপুর: সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। সেপটিক ট্যাঙ্কের অভ্যন্তরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যু হল দুই শ্রমিক ও এক কিশোরের। এই চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা সংলগ্ন অশোক গ্রাম পঞ্চায়েতের ভাদ্রা এলাকার বাসিন্দা মকবুল হোসেনের বাড়িতে বেশ কয়েক সপ্তাহ আগে সেপটিক ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল। তারপর এদিন সাটারিং খোলার জন্য সেপটিক ট্যাঙ্কের ভিতর নেমেছিলেন দুই শ্রমিক। সেই সময় সেপটিক ট্যাঙ্কের ভিতর জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তাঁরা।
advertisement
আরও পড়ুন: নর্দমার কাজের সময় ভেঙে পড়ল বাড়ির বারান্দা, চাপা পড়ল ৪ শ্রমিক! তারপর….
বেশ কিছুক্ষণ ধরে ওই দুই শ্রমিককে দেখতে না পেয়ে এলাকারই এক কিশোর তার ভেতরে উঁকি দেয়। তখনই সে দেখে ট্যাঙ্কের ভিতর পড়ে আছে ওই দুই শ্রমিক। কিন্তু সেই সময় ওই কিশোরটিও কোন‌ওভাবে ট্যাঙ্কের ভেতর পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা ওই তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম হান্নান মিয়া (৩৫), ভানু রায় (৪৫) ও মৃত কিশোরের নাম রোহিত মোল্লা (১৫)। সকলের বাড়ি গঙ্গারামপুর থানার অশোক গ্রাম পঞ্চায়েতের ভাদ্রা এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Tragic Death: সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাস কেড়ে নিল দুই শ্রমিকের প্রাণ, বেঘোরে মৃত্যু এক কিশোরেরও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement