Dakshin Dinajpur News: প্লাস্টিকের পুতুলের কাছে বাজার হারিয়েছে দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী মাটির পুতুল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
মাটির পুতুল শুধু ছোটদের খেলার সামগ্রী তা নয়। এর সঙ্গে ইতিহাস, সংস্কৃতির বহু বৈশিষ্ট্য জড়িয়ে থাকে। বাংলার এক একটি অঞ্চলের মাটির পুতুল এক একরকম বৈশিষ্ট্য সম্পন্ন হয়।
দক্ষিণ দিনাজপুর: প্লাস্টিকের শৌখিন পুতুলের দাপটে বাজার হারিয়েছে বাংলার ঐতিহ্যবাহী মাটির প্রাচীন পুতুল। অথচ এক সময় দক্ষিণ দিনাজপুরের মাটির পুতুলের জগৎজোড়া নাম ছিল। গবেষকদের কৌতূহলের কেন্দ্রেও ছিল এই পুতুল। কিন্তু প্লাস্টিকের দাপটে বাংলার এই নিজস্ব সংস্কৃতির ধারক আজ একেবারে কোণঠাসা।
মাটির পুতুল শুধু ছোটদের খেলার সামগ্রী তা নয়। এর সঙ্গে ইতিহাস, সংস্কৃতির বহু বৈশিষ্ট্য জড়িয়ে থাকে। বাংলার এক একটি অঞ্চলের মাটির পুতুল এক একরকম বৈশিষ্ট্য সম্পন্ন হয়। তাই তা বরাবর গবেষকদের আকৃষ্ট করেছে। কিন্তু প্লাস্টিকের পুতুল একচেটিয়া বাজার দখল করে নেওয়ায় পেটের তাগিদে মাটির পুতুল তৈরির কাজ ছেড়ে অন্য পেশা বেছে নিতে বাধ্য হচ্ছেন দক্ষিণ দিনাজপুরের মৃৎশিল্পীরা। বর্তমানে খুব অল্প সংখ্যক পুতুল শিল্পী পূর্বপুরুষের সূত্রে পাওয়া এই পেশা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু সেটাও কতদিন তা নিয়ে সংশয় আছে।
advertisement
advertisement
প্লাস্টিকের পুতুল আধুনিক দেখতে হয়। সেই সঙ্গে তার ফিনিশিং ও কারুকাজ অত্যন্ত নিখুঁত হওয়ায় তা সহজেই ছোটদের আকর্ষণ করছে। তাছাড়া প্লাস্টিকের পুতুলের দামও হয় অনেক কম। সেখানে মাটির পুতুলের সঙ্গে আবেগ, ঐতিহ্য, শিল্পগুণ জড়িয়ে থাকলেও তা আজ আর ছোটদের আকৃষ্ট করে না। ফলে পুতুল শিল্পীদের যাবতীয় খাটুনি এখন জলে যাচ্ছে। দক্ষিণ দিনাজপুরের মাটির পুতুলের ভবিষ্যৎ কী তা সত্যি কেউ জানে না।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2023 10:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: প্লাস্টিকের পুতুলের কাছে বাজার হারিয়েছে দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী মাটির পুতুল