দক্ষিণ দিনাজপুর: প্লাস্টিকের শৌখিন পুতুলের দাপটে বাজার হারিয়েছে বাংলার ঐতিহ্যবাহী মাটির প্রাচীন পুতুল। অথচ এক সময় দক্ষিণ দিনাজপুরের মাটির পুতুলের জগৎজোড়া নাম ছিল। গবেষকদের কৌতূহলের কেন্দ্রেও ছিল এই পুতুল। কিন্তু প্লাস্টিকের দাপটে বাংলার এই নিজস্ব সংস্কৃতির ধারক আজ একেবারে কোণঠাসা।
আরও পড়ুন: জাতীয় সড়ক তৈরির কাজ দ্রুত শেষের দাবিতে পথ অবরোধ বামেদের
মাটির পুতুল শুধু ছোটদের খেলার সামগ্রী তা নয়। এর সঙ্গে ইতিহাস, সংস্কৃতির বহু বৈশিষ্ট্য জড়িয়ে থাকে। বাংলার এক একটি অঞ্চলের মাটির পুতুল এক একরকম বৈশিষ্ট্য সম্পন্ন হয়। তাই তা বরাবর গবেষকদের আকৃষ্ট করেছে। কিন্তু প্লাস্টিকের পুতুল একচেটিয়া বাজার দখল করে নেওয়ায় পেটের তাগিদে মাটির পুতুল তৈরির কাজ ছেড়ে অন্য পেশা বেছে নিতে বাধ্য হচ্ছেন দক্ষিণ দিনাজপুরের মৃৎশিল্পীরা। বর্তমানে খুব অল্প সংখ্যক পুতুল শিল্পী পূর্বপুরুষের সূত্রে পাওয়া এই পেশা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু সেটাও কতদিন তা নিয়ে সংশয় আছে।
প্লাস্টিকের পুতুল আধুনিক দেখতে হয়। সেই সঙ্গে তার ফিনিশিং ও কারুকাজ অত্যন্ত নিখুঁত হওয়ায় তা সহজেই ছোটদের আকর্ষণ করছে। তাছাড়া প্লাস্টিকের পুতুলের দামও হয় অনেক কম। সেখানে মাটির পুতুলের সঙ্গে আবেগ, ঐতিহ্য, শিল্পগুণ জড়িয়ে থাকলেও তা আজ আর ছোটদের আকৃষ্ট করে না। ফলে পুতুল শিল্পীদের যাবতীয় খাটুনি এখন জলে যাচ্ছে। দক্ষিণ দিনাজপুরের মাটির পুতুলের ভবিষ্যৎ কী তা সত্যি কেউ জানে না।
সুস্মিতা গোস্বামী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dakshin Dinajpur News, Doll