South Dinajpur News: ৮ বছরেও হয়নি সমাধান! গ্রামবাসীরা একত্রিত হয়ে একদিনেই যা করলেন! 

Last Updated:

বিগত আট বছর যাবত একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমাধান হয়নি আজও। প্রশাসনের ভরসায় না থেকে বাসিন্দারা নিজেদের একদিনের পরিশ্রম দিয়েই তৈরি করল বাঁশের সাঁকো।

+
নিজেদের

নিজেদের একদিনের পরিশ্রম দিয়েই বাসিন্দারা তৈরি করল বাঁশের সাঁকো

দক্ষিণ দিনাজপুর: প্রশাসনের ভরসায় না থেকে বাসিন্দারা নিজেদের একদিনের পরিশ্রম দিয়েই তৈরি করল বাঁশের সাঁকো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিষয়টি নিয়ে বিগত আট বছর যাবত একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমাধান হয়নি আজও। ভোটের আগে যদি এই ব্রিজ পাকাপোক্ত ভাবে না করা হয় তাহলে ভোট বয়কট পর্যন্ত করা হবে বলে জানান তাঁরা।
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দেউল গ্ৰাম পঞ্চায়েত রাপাইন-বাঁশদেউল সহ একাধিক গ্ৰামের সাধারণ মানুষদের বালিয়া খাড়ি বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। দীর্ঘ ৮ বছর যাবত নিত্যদিনের যাতায়াত সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্ৰামবাসীরা। গ্রামের কয়েক হাজার মানুষকে রোজদিন সাঁকো পেরিয়ে কুশমন্ডি সহ অন্য যেকোনো প্রান্তে যেতে হয়।
advertisement
advertisement
অভি‌যোগ,ওপারে হাসপাতাল থাকায় এইপারের মানুষদের ওই সাঁকো দিয়েই জীবনের ঝুকীপূর্ণ ভাবে রোগীদের আনতে হয়। নয়তো এলাকায় কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে বা গর্ভবতী মহিলাদের প্রায় ১০-১২ কিলোমিটার ঘুরে যেতে হয়ে কুশমন্ডি গ্ৰামীন হাসপাতালে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনও সদুত্তর পাওয়া ‌যায়নি। তাই গ্রামবাসীরা নিজেরাই তৈরি করলেম বাঁশের সাঁকো।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: ৮ বছরেও হয়নি সমাধান! গ্রামবাসীরা একত্রিত হয়ে একদিনেই যা করলেন! 
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement