South Dinajpur News : বাবা দরিদ্র মুদি দোকানদার, নিত্য অনটনের মধ্যেও মাধ্যমিকে ৬৫৬ পেয়ে তাক লাগাল ছেলে

Last Updated:

সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, তবু মনের জেদে মাধ্যমিকে দারুন ফল করল মুদি দোকানদারের ছেলে

+
সৌভিকের

সৌভিকের মাধ্যমিকে সাফল্য অর্জন 

#দক্ষিণ দিনাজপুর: মাধ্যমিকে ৬৫৬ নম্বর পেয়ে তাক লাগাল মুদিখানা দোকানদারের ছেলে। পারিবারিক অভাব-অনটনকে উপেক্ষা করে, নিজের জেদ কাজে লাগিয়ে এই নম্বর পাওয়ায় খুশি সৌভিক অধিকারী,পাশাপাশি পরিবার এবং পরিজনরা। সৌভিকের এই সাফল্যে এলাকায় রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে।
বালুরঘাট ব্লকের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌভিক। বাবা  মুদি দোকান চালান। ছেলেকে উচ্চশিক্ষায় কীভাবে শিক্ষিত করবেন, তা ভেবে প্রতিনিয়ত দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বেনু অধিকারী। বেনুবাবু দীর্ঘদিন ধরে এই মুদিখানার দোকান চালিয়ে সংসারের টানছেন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত বিজয়শ্রী এলাকায় বাড়ি সৌভিকের। অভাবের সংসারেও মাধ্যমিকে ৬৫৬ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে সৌভিক। ইচ্ছে রয়েছে আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার।ছোটবেলা থেকেই নিজেকে তৈরি করতে থাকে আগামীর জন্য।
advertisement
সৌভিকের প্রাপ্ত নম্বর বাংলায় ৯৮ ,ইংরেজিতে ৯১, অঙ্কে ৮৩,জীবন বিজ্ঞানে ৯৯, ভৌত বিজ্ঞানে  ৯৬ , ভূগোলে ৯৯ , ইতিহাসে ৯০।সৌভিক আগামী দিনে সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করতে চায়। সৌভিক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে পুলিশের বড় অফিসার হয়ে নীল বাতির গাড়িতে ঘুরবে। পরিবার সূত্রে জানা যায়, সৌভিক ছোট থেকেই বই পড়ার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালোবাসে।মাধ্যমিকে সারাদিনে নয় থেকে দশ ঘন্টা পড়াশুনা করত। কখনও স্কুলের শিক্ষকেরা বই দিয়ে সাহায্য করেছেন, কখনও বাড়ির দাদা-কাকারা বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। তবে, ছেলের স্বপ্নকে কী ভাবে সত্যি করবেন তাই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে পরিবারের সদস্যদের কপালে। মাধ্যমিকে দিনরাত পরিশ্রম করে অসাধারণ সাফল্য পেয়েছে সৌভিক। মাধ্যমিক স্তর পর্যন্ত কেটে গেলেও এর পর কী হবে? দুশিন্তায় রয়েছেন সৌভিকের বাবা বেনু অধিকারী। আগামী দিনে ছেলের পুলিশ অফিসার হওয়ার স্বপ্নকে পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন বেনুবাবু।
advertisement
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News : বাবা দরিদ্র মুদি দোকানদার, নিত্য অনটনের মধ্যেও মাধ্যমিকে ৬৫৬ পেয়ে তাক লাগাল ছেলে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement