Selfie zone : বালুরঘাট পৌরসভার উদ্যোগে শহরবাসীর দাবিতে তৈরি হচ্ছে সেলফি জোন

Last Updated:

বালুরঘাট বাসীর দীর্ঘ দিনের দাবি ছিল শহরে একটি সেলফি জোন তৈরী করার। সেই দাবিকে মান্যতা দিয়ে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট বেলতলা পার্কের সামনে সেলফি জোন তৈরী করার কাজ চলছে।

+
title=

দক্ষিণ দিনাজপুর : বালুরঘাট শহরের সৌন্দর্য বাড়াতে শহরের শিশু উদ্যান পার্কের সামনে বসছে আই লাভ বালুরঘাট (I LOVE BALURGHAT) সেলফি জোন। বালুরঘাট পুরসভার তরফ থেকে এই সেলফি জোন তৈরি করা হচ্ছে। সেলফি জোন তৈরির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই সেই কাজ খতিয়ে দেখেছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। খুব দ্রুত এই সেলফি জোন বালুরঘাট বাসীকে উপহার দেওয়া হবে বলেই পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন।
বর্তমানে বিভিন্ন শহর থেকে জেলায় তৈরি হচ্ছে  সেলফি জোন। নিজ শহর বা জেলার নামেই সেই সেলফি জোন তৈরি করা হচ্ছে। বালুরঘাটবাসীরও দীর্ঘদিনের দাবি ছিল বালুরঘাট শহরের এমন একটি সেলফি জোন তৈরি করার। এনিয়ে জেলাবাসীর তরফে পুরসভার কাছে প্রস্তাব দেওয়া হয়। অনেক আগেই সেলফি জোন তৈরীর জন্য বালুরঘাট শহরের সার্কিট হাউজ সংলগ্ন শিশু উদ্যানের সামনের জায়গা দেখা হয়।
advertisement
advertisement
পুরসভা সূত্রে জানা গেছে, এই সেলফি জোন তৈরি করতে বিভিন্ন ধাপে টাকা বরাদ্দ করা হয়েছে৷ পুরসভা সূত্রে খবর টাকার পরিমাণ সবমিলিয়ে প্রায় তিন লাখ। অন্যান্য জায়গায় প্লাস্টিক বা ওই জাতীয় কোন জিনিস দিয়ে এই সেলফির জোন তৈরি করা হয়েছে৷ তবে এর মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা মাস। অবশেষে বালুরঘাট পুরসভার তরফ থেকে শুরু হয়েছে সেলফি জোন তৈরির কাজ।
advertisement
তবে বালুরঘাট পুরসভা ভিন্ন ধরণের পুরো কংক্রিটের সেলফি জোন তৈরি করছে। কংক্রিটের কাজ শেষ হলে পরে সেখানে বসবে নানা ধরনে পাথর ও টাইলস। এরপর সেখানে বসবে অত্যাধুনিক মানের আলো। যা তৈরি হওয়ার পর বালুরঘাটবাসীর আরও নজর কাড়বে।
এ বিষয়ে বালুঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন, আই লাভ বালুরঘাট লেখা সেলফি জোন বালুরঘাট শহরে তৈরি করার দাবি বালুঘাটবাসীর দীর্ঘদিনের ছিল। সেই মত শিশু উদ্যানের সামনে আই লাভ বালুরঘাট সেলফি জোন তৈরি করা হচ্ছে। পুরোদমে কাজ চলছে। ওই কাজ পরিদর্শন করেছি। আশা করছি খুব দ্রুত এই সেলফি জোন বালুরঘাটবাসীর জন্য উপহার দিতে পারব।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Selfie zone : বালুরঘাট পৌরসভার উদ্যোগে শহরবাসীর দাবিতে তৈরি হচ্ছে সেলফি জোন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement