Dakshin Dinajpur News: শুধুই লোকসান, কিন্তু আবেগ বাঁধ মানে না, ব্যস্ততা কুমোরপাড়ায়

Last Updated:

দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কুমোরপাড়ায় মৃৎশিল্পীরা পুরোদমে ব্যস্ত প্রতিমা তৈরীর কাজে৷ অন্য বছরের চেয়ে এবছর ব্যস্ততা বেশি হওয়ায় পরিবারের সকলে মিলে কাজ করছেন

+
title=

দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গার কুমোরপাড়ায় মৃৎশিল্পীরা পুরোদমে ব্যস্ত প্রতিমা তৈরীর কাজে৷ একদিকে মা মনসা পূজা, বিশ্বকর্মা পূজা অন্যদিকে দূর্গাপূজার কাউন্টডাউন শুরু৷ প্রসঙ্গত, চলতি মাসের মনসা পূজা তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার কুমোর পাড়ার মৃৎশিল্পীরা রাতদিন এক করে ঘেমে নিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত। এখন শুধুই ব্যস্ততা কুমোরপাড়ায়। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। যার দরুন সম্পূর্ন ভাবে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা৷ অধিকাংশ প্রতিমারই প্রতিকৃতি তৈরি হয়েছে। এখন অপেক্ষা শুধু রং আর তুলির আচরের।
অথচ নিপুণ হাতের ছোঁয়া আর কঠোর পরিশ্রম করে যারা তৈরি করেছেন প্রতিমা, তাদের অনেকেই আজ বিমুখ। কারণ প্রতিমা তৈরির অন্যতম উপকরণ মাটি, কাঠ, খড়, বাঁশ, লোহা ও রংসহ সকল পণ্যের মূল্য যে হারে বেড়েছে সে হারে বাড়েনি প্রতিমার দাম।
আরও পড়ুন ঃ বর্ষাকালে বিদ্যুতের বিপদ থেকে বাঁচবেন কীভাবে? জানাতে শিবির হবে স্কুলে স্কুলে
সূত্রের খবর, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিদিন বেড়েই চলেছে কিন্তু বাড়েনি মাটির তৈরি প্রতিমার দাম। বালুরঘাটে কুমোরটুলি এলাকা কুমোরদের অভিযোগ আজ থেকে ১০ বছর আগেও যেমন দামে প্রতিমা বিক্রি হতো বর্তমানের প্রায় সেই দামে বিক্রি হচ্ছে।
advertisement
advertisement
পাশাপাশি, প্রতিমা তৈরির খরচ দিনের পর দিন বেড়েই চলেছে। তবে সেই অনুপাতে প্রতিমার দাম না বাড়ায় বিপাকে মৃৎশিল্পীরা। অন্যদিকে আধুনিকতার ছোঁয়ায় মাটির তৈরী জিনিসপত্রের চাহিদা শহরের পাশাপাশি গ্রামে গঞ্জে তলানিতে ঠেকেছে। ফলে এই শিল্পের সাথে জড়িত পাল সম্প্রদায়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই ইতিমধ্যে পেশা পরিবর্তন করেছেন।
আরও পড়ুন ঃ জায়গা দখলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষ! তুলকালাম বালুরঘাটে
অন্যান্য বছরের চেয়ে এবছর ব্যস্ততা বেশি হওয়ায় পুরুষের পাশাপাশি পালপাড়ার নারী ও শিশুরাও কাজ করছেন রাত-দিন। কিন্তু প্রতিমা তৈরির উপকরণের মূল্যবৃদ্ধি ও করোনার মহামারীর পরে প্রতিমার দাম কম থাকায় লাভ হচ্ছে না বলে দাবি কারিগরদের।
advertisement
এবার বড় প্রতিমা ৩০-৩৫ হাজার ও ছোট প্রতিমা বিক্রি হচ্ছে ২০-২৫ হাজার টাকায়। ফলে লাভ হবে না কারিগরদের। তারপরেও ধর্মীয় আবেগ ও পেশার প্রতিশ্রুতির কারণে বছরের পর বছর প্রতিমা তৈরি করছেন প্রতিমা শিল্পীরা।
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: শুধুই লোকসান, কিন্তু আবেগ বাঁধ মানে না, ব্যস্ততা কুমোরপাড়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement