Dakshin Dinajpur News: মিড-ডে মিলের খাবার নিয়ে অভিযোগে স্কুলের গেটে তালা অভিভাবকদের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
স্কুলের মিড ডে মিলের খাবারের গুণমান ঠিক না থাকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ অভিভাবকদের
দক্ষিণ দিনাজপুর: মিড-ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবক ও ছাত্রছাত্রীদের। অভিযোগের তীর প্রধান শিক্ষকের দিকে। এই ঘটনায় উত্তাল হল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি।
কুশমন্ডির নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস নন্দীর বিরুদ্ধে অভিভাবকরা একাধিক অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, এই প্রাথমিক স্কুলে দীর্ঘদিন ধরে মিড-ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। রান্নাঘরের অবস্থাও অস্বাস্থ্যকর। এমনকি প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে আসেন বলে অভিভাবকদের অভিযোগ। এই নিয়ে বছরখানেক আগেও ওই স্কুলে অভিবাবকরা বিক্ষোভ দেখান। সেই সময় প্রধান শিক্ষক ভবিষ্যতে সমস্যা হবে না বলে আশ্বাস দিলেও অবস্থার উন্নতি হয়নি বলে অভিভাবকদের দাবি।
advertisement
advertisement
এদিন ক্ষব্ধ অভিভাবকরা স্কুলের গেটে তালা লাগিয়ে প্রধান শিক্ষককে ঘিরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুশমন্ডি থানার পুলিশ। পরবর্তীতে এসে হাজির হন কুশমন্ডির স্কুল পরিদর্শক রোমন দাস। তাঁর কাছে অভিযুক্ত প্রধান শিক্ষকের বদলির দাবি জানান অভিভাবকরা।
যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক তাপস নন্দী। উল্টে তাঁর দাবি, স্কুলের সহ-শিক্ষকরা গ্রামবাসীদের সঙ্গে মিলে তাঁকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র করেছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2023 12:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: মিড-ডে মিলের খাবার নিয়ে অভিযোগে স্কুলের গেটে তালা অভিভাবকদের