Kali Puja 2024: নেই জমিদার তবু মনোহলি জমিদার বাড়ির ইচ্ছাময়ী কালীপুজো আজও অমলিন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
জমিদার নেই তবে আছে এ বাড়ির রীতি রেওয়াজ। বছরের পর বছর ধরে চলে আসছে মনোহলি জমিদার বাড়ির কালীপুজো।
দক্ষিণ দিনাজপুর: নেই জমিদার,কিন্তু পূর্বপুরুষদের আমল থেকে চলে আসা কালীপুজো আভিজাত্যের সৌরভ আর সাবেক রীতি রেওয়াজ মেনেই চলে আসছে আজও। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মনোহলি জমিদার বাড়ির ইচ্ছাময়ী কালীপুজোর এলাকা জুড়ে যথেষ্ট নাম ডাক রয়েছে। সাধারণ মানুষদের জমিদার বাড়ির কালীপুজোর আকর্ষণ এর ঘাটতি হয়নি আজও।
এই ইচ্ছাময়ী কালী মায়ের পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমিয়ে থাকেন প্রতিবছরই। নবীন ভাস্করের তৈরি চতুর্থ মূর্তি মনোহলি জমিদার বাড়ির গৃহদেবতা এই ইচ্ছাময়ী কালী। শতাব্দী প্রাচীন এই ইচ্ছাময়ী কালী পুজোকে ঘিরে রয়েছে বহু ইতিহাস। জমিদারি রীতি রেওয়াজ মেনে নিষ্ঠা ভরে মায়ের পুজো হয়ে এলেও পরবর্তীতে এই পুজো প্রায় বন্ধ হয়ে যায়।
advertisement
advertisement
প্রায় ৬০ বছর অতিক্রম হয়েছে, একসময় জমিদার বাড়ির পুত্রবধূর হাত ধরেই আবার এই পুজোর সূচনা হয়। যা প্রায় বর্তমানে ২০ বছর ধরে চলছে। বর্তমান প্রজন্মের জমিদার বংশের অমর বন্দ্যোপাধ্যায় এর কথায়, দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজো উপলক্ষে জমিদার পরিবারের নানা অনুষ্ঠান হত, বসতো নহবতখানা, এছাড়াও বিশেষ পুজো অনুষ্ঠানের মাধ্যমে লোকজনকেও খাওয়ানো হত পুজোর কদিন।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 23, 2024 4:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Kali Puja 2024: নেই জমিদার তবু মনোহলি জমিদার বাড়ির ইচ্ছাময়ী কালীপুজো আজও অমলিন