Dengue Cases: জেলাজুড়ে আক্রান্ত ৬০০! ডেঙ্গির প্রকোপে বেহাল দশা দক্ষিণ দিনাজপুরে
- Published by:Suvam Mukherjee
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Dengue Cases: এর মধ্যে শুধুমাত্র বালুরঘাট শহরে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৬ জন আক্রান্ত হয়েছেন
দক্ষিণ দিনাজপুর: ডেঙ্গির প্রকোপ বাড়ায় সতর্ক দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর বালুরঘাট পুরসভার কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পর ডেঙ্গি রোধে তৎপর বালুরঘাট পুরসভা। বিভিন্ন ওয়ার্ডে চলছে মশা নিধনকারী তেল স্প্রে, বাড়ি বাড়ি সার্ভের কাজ। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রায় ৬০০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র বালুরঘাট শহরে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৬ জন আক্রান্ত হয়েছেন।
ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ বালুরঘাট পুরসভার কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক করেছেন। জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান, ‘পুরসভার সঙ্গে বৈঠকে বালুরঘাট শহরে ডেঙ্গি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার মাধ্যমে ডেঙ্গি প্রতিরোধ অভিযান চলবে।’
advertisement
বালুরঘাট পুরসভার কাউন্সিলর প্রবীর দত্ত জানান, ‘জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠকে ডেঙ্গি প্রতিরোধে বিভিন্ন বিষয় উঠে এসেছে। পুরসভা ডেঙ্গি প্রতিরোধ অভিযান চালিয়ে যাচ্ছে।’
advertisement
দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে ৮ জন এবং গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ৩ জন, অর্থাৎ জেলায় এই মুহূর্তে মোট ১১ ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন। এদিন সাফাই অভিযানের পাশাপাশি, মানুষকে সচেতন করতে বাড়ি বাড়ি সার্ভে শুরু হয়েছে। কোথাও জল জমে না থাকে তা দেখা হচ্ছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 5:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dengue Cases: জেলাজুড়ে আক্রান্ত ৬০০! ডেঙ্গির প্রকোপে বেহাল দশা দক্ষিণ দিনাজপুরে