Crime News: অন্য মহিলার সঙ্গে সম্পর্ক স্বামীর! হাতেনাতে ধরলেন স্ত্রী, পরের কাণ্ড মারাত্মক

Last Updated:

Crime News: সন্ধ্যাবেলা ওই মহিলার সঙ্গে ফোনে কথা বলার সময় স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী

অন্য মহিলার সঙ্গে সম্পর্ক স্বামীর! হাতেনাতে ধরলেন স্ত্রী। (প্রতীকী ছবি)
অন্য মহিলার সঙ্গে সম্পর্ক স্বামীর! হাতেনাতে ধরলেন স্ত্রী। (প্রতীকী ছবি)
দক্ষিণ দিনাজপুর: বিবাহবহির্ভূত সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেছিলেন স্ত্রী। জানাজানি হতেই ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর। বিষয়টি নজরে আসতেই প্রথমবার তা আটকাতে সফল হয় পরিবার। পরে রাতে ফের স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হলে বাড়ি থেকে বেরিয়ে ব্রিজের লোহাতে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন যুবক।
মৃত ব্যক্তির নাম টোটোন প্রামানিক। বাড়ি দক্ষিণ বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের চকহরিনাতে। পেশায় তিনি পরিযায়ী শ্রমিক। বর্তমানে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, টোটোন স্ত্রী, সন্তানকে নিয়ে দিল্লিতে শ্রমিকের কাজ করতেন। প্রায় বছর পাঁচেক আগে বিয়ে হয় টোটোনের। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। বেশ কয়েক মাস আগে দিল্লিতে কাজ করার সময় তিওরের এক মহিলার সঙ্গে পরিচয় টোটোনের। এরপর থেকেই তাদের যোগাযোগ বেড়েছিল। সময় পেলেই ফোনে কথা হত তাঁদের।
advertisement
advertisement
বিষয়টি দিল্লিতে থাকাকালীনই বুঝতে পেরেছিলেন স্ত্রী। তাই মাস তিনেক আগে স্বামীকে নিয়ে বাড়ি চলে আসেন তিনি। তবে বিষয়টি হাতেনাতে ধরতে পারছিলেন না স্ত্রী। অবশেষে গতকাল সন্ধ্যেবেলা ওই মহিলার সঙ্গে ফোনে কথা বলার সময় স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী। এরপর শুরু হয় স্বামী স্ত্রীর বচসা।
এদিকে বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে আসে আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীরা। এবং বিষয়টি মিটমাট করার সব রকম চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। অভিযোগ, রাতের বেলা ফের স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। সেই সময় ঘর থেকে বেরিয়ে যায় টোটোন। স্ত্রী তাকে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু পারেননি। রাতে খোঁজাখুঁজির পর ফতেপুর এলাকায় থাকা একটি লোহার ব্রিজের উপর তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
advertisement
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। তবে অনেকটা উঁচুতে হওয়ায় খবর দেওয়া হয় বালুরঘাট দমকল কেন্দ্রে। পরে দমকল কর্মীরা দেহটি উদ্ধার করে। এরপরেই পুলিশ তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায়। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই ওই যুবক আত্মহত্যা করেছে বলেই অনুমান পরিবার পরিজনদের। বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
এ বিষয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন,” খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান তারা। লোহার ব্রিজের একদম উপরে দেহ থাকায় তা নামানো সম্ভব হচ্ছিল না। এরপর খবর দেওয়া হয় দমকলে। পরে দমকল কর্মীরাই তাকে উপর থেকে নীচে নামান। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Crime News: অন্য মহিলার সঙ্গে সম্পর্ক স্বামীর! হাতেনাতে ধরলেন স্ত্রী, পরের কাণ্ড মারাত্মক
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement