Coromandel Express Accident: ‘কানে এল চিৎকার, শরীরে অসহ্য যন্ত্রণা’- দগদগে স্মৃতি বলতেও পারছেন না এঁরা

Last Updated:

Coromandel Express Accident: চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, ট্রেন দুর্ঘটনায় বেঁচে ফিরে সেই কাহিনী শোনালেন জখমরা

+
বালেশ্বরে

বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর এক্সপ্রেস এর সংঘর্ষে আহত দুই পরিযায়ী শ্রমিক

#দক্ষিণ দিনাজপুর : ‘‘মুহূর্তে সব অন্ধকার। কামরার কোনও আলো জ্বলছে না আলো, চলছে না ফ্যান। কানে এল প্রবল আর্তনাদ চিৎকার। সমস্ত শরীরে অসহ্য যন্ত্রণা। তারপর কিছু মনে নেই। এরপর জ্ঞান ফিরে দেখলাম হাসপাতালে বেডে শুয়ে আছি।’’ বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর এক্সপ্রেস এর সংঘর্ষে আহত দুই পরিযায়ী শ্রমিক বালুরঘাট স্টেশনে নেমে এমনই দুর্বিসহ অভিজ্ঞতার কথা জানালেন রাজেশ মার্ডি ও বিপ্লব হেমব্রম।
মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বালুরঘাটে তাদের গ্রামের বাড়িতে ফিরিয়ে আনলজেলা প্রশাসন। হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে বিশেষ ব্যবস্থা করে নিয়ে আসা হয় বালুরঘাট থানার অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েত হাঁসইল কাসিম্বি গ্রামে। এই দুই পরিযায়ী শ্রমিক সম্পর্কে জামাইবাবু ও শ্যালক। পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন বেঙ্গালুরু। সেখান থেকে কাজ করে ফিরছিলেন যশবন্তপুর এক্সপ্রেসে করে। ছিলেন জেনারেল কম্পার্টমেন্টে। দুজনের মধ্যে একজনের পায়ে আঘাত হয়েছে, অন্যজনের হাত ভেঙেছে।
advertisement
advertisement
অ্যাক্সিডেন্টের মুহূর্তের কথা মনে করলে এখনো কান্না ধরে রাখতে পারছেন না রাজেশ মার্ডি। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের কম্পার্টমেন্টে অনেকগুলি মৃতদেহের মধ্যে আটকেছিলেন তিনি। এর মধ্যে তিনি বেঁচে আছেন সেই কথা এখনো চিন্তাভাবনা করলে তা শিউরে উঠছে রাজেশের। জানা যায় ওই কম্পার্টমেন্টে ৫০ জন বেঁচে ছিল বাকিদের সবাই মৃত।
advertisement
আরও দেখুন
কীভাবে তিনি ট্রেন থেকে মুক্তি পেলেন তা মনে করতে পারছেন না।ক্ষতিগ্রস্ত কামরা থেকে তাদের বার করার পর নিয়ে যাওয়া হয়হাসপাতালে। সেখানে চিকিৎসার পর নিয়ে আসা হয় হাওড়ায়। হাওড়া হাসপাতাল থেকে তাদের ফিরিয়ে নিয়ে আসা হলজেলায়। এখন তারা মোটামুটি সুস্থ। সুস্থ হলেও সেই দিনের ঘটনার আতঙ্ক পিছু ছাড়ছেনা। রেল পুলিশ জেলা পুলিশ ও স্বাস্থ্য দফতরেরবিশেষ টিম এই দুই আহত যাত্রীকে নিয়ে আসে বালুরঘাট স্টেশন।
advertisement
Susmita Goswami
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Coromandel Express Accident: ‘কানে এল চিৎকার, শরীরে অসহ্য যন্ত্রণা’- দগদগে স্মৃতি বলতেও পারছেন না এঁরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement