South Dinajpur News: স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার অনুমোদন পেলেও, হল না অপারেশন! অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

Last Updated:

স্বাস্থ্যসাথী কার্ড থেকে ১২ হাজার টাকা কেটে নেবার পরেও, চিকিৎসার জন্য অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ উঠল বালুরঘাটের একটি হাসপাতালের বিরুদ্ধে।

+
title=

দক্ষিণ দিনাজপুর: স্বাস্থ্যসাথী কার্ডের অনুমোদন মিললেও অপারেশন করতে অনীহা চিকিৎসকের।সমস্ত রিপোর্ট দেখে ডাক্তারের নির্দেশে মেনে হাসপাতালে ভর্তি হয় রোগী। রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড থেকে ১২ হাজার টাকা কেটে নেবার পরেও, চিকিৎসার জন্য অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ উঠল বালুরঘাটের একটি হাসপাতালের বিরুদ্ধে।
টাকা দিতে অস্বীকার করায় অপারেশন না করিয়েই রোগীকে ফেরত পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এদিন এমন অভিযোগ তুলে হাসপাতালেই প্রবল বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। এদিকে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
বালুরঘাট পুরসভার দিশারী এলাকার বছর ৭৬ বছরের বৃদ্ধা লতিকা মণ্ডলের গলব্লাডারে পাথর ধরা পড়ে। স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। এরপর পরীক্ষা নিরীক্ষা করে অপারেশনের জন্য চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয়। এদিন দুপুরে অপারেশন করতে এলে চিকিৎসক শারীরিক অবস্থার অজুহাত দেখিয়ে অপারেশন করেননি বলে অভিযোগ।
advertisement
এদিকে স্বাস্থ্যসাথীর টোল ফ্রি নম্বরে ফোন করে রোগীর পরিবার জানতে পারে ইতিমধ্যেই অপারেশনের জন্য স্বাস্থ্যসাথী থেকে ১২ হাজার টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। এরপরেও শারীরিক অবস্থার অবনতির অজুহাতে বাড়তি টাকা চাওয়া হয়। কিন্তু এরপরেও অপেরেশন করতে না চাওয়ায় বিক্ষোভ দেখায় রোগীর পরিবার।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. সুদীপ দাস বলেন, “এই বিষয়টি নজরে এসেছে। এই নিয়ে পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।পাশাপাশি, স্বাস্থ্যসাথীর কমিউনিটিতে খতিয়ে দেখে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
advertisement
তিনি আরও বলেন, “স্বাস্থ্য সাথীর কার্ডে এক টাকাও ডিমান্ড করার নিয়ম নেই, এটা গাইডলাইনে পরিস্কার বলা আছে।তবুও ওই ডাক্তার কেন অতিরিক্ত টাকা ডিমান্ড করলেন? এর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন, “বিষয়টি আপনাদের কাছেই শুনলাম। এই নিয়ে আমার কাছে এখনও কেউ কোনও অভিযোগ জানায়নি। স্বাস্থ্যসাথীতে অপারেশন হয়। এক্ষেত্রে ঘটনাটি কী ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।”
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার অনুমোদন পেলেও, হল না অপারেশন! অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement