Chess News: গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুুয়ার উপস্থিতিতে বালুরঘাটে শুরু হল দাবা প্রতিযোগিতা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Chess News: সারা বাংলার দাবার সংস্থা ও ওয়ার্ল্ড ওয়াইড এর পরিচালনায় ও দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থার ব্যবস্থাপনায় দুই দিনের এক দাবা প্রতিযোগিতা শুরু হল বালুরঘাটে।
দক্ষিণ দিনাজপুর : সারা বাংলার ও দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থার ব্যবস্থাপনায় দুই দিনের এক দাবা প্রতিযোগিতা শুরু হলবালুরঘাটে। বালুরঘাট শহরের বালুছায়া সভাকক্ষে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট মহকুমা শাসক সুমন দাশগুপ্ত সহ অন্যান্যরা।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ এই চারটি জেলা নিয়ে এ জোনের প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাটে। মোট ৭২ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে এই দাবা প্রতিযোগিতায় । মোট সাত রাউন্ড খেলা হবে। উল্লেখ্য, দাবা খেলার প্রচার ও প্রসারের লক্ষ্যে জেলায় তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর দাবা সংস্থা গত প্রায় এক বছর আগে।
advertisement
আরও দেখুন
advertisement
গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার তত্ত্বাবধানে রাজ্য দাবা সংস্থার অনুমোদনে এই সংস্থার পক্ষ থেকে জেলায় দীর্ঘমেয়াদী দাবা প্রশিক্ষণ শিবিরও চলছে। দাবা সংস্থার পক্ষ থেকে জানা যায়, বয়সের ভিত্তি করে মোট পাঁচটি দলে বিভক্ত হয়ে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি এই খেলায় যে সমস্ত প্রতিযোগী ও প্রতিযোগিনী সফল হবে তাদেরকে সংস্থার পক্ষ থেকে পুরুস্কৃত করা হবে বলে জানা যায়। এছাড়া জোনের সেরা ১০ জন প্রতিযোগী রাজ্যস্তরে খেলার সুযোগ পাবে।
advertisement
অত্যন্ত এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে সুযোগের অভাবে বহু প্রতিভা নষ্ট যাতে না হয় সেই কথা মাথায় রেখে দাবার সংস্থার পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।
Susmita Goswami
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2023 6:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Chess News: গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুুয়ার উপস্থিতিতে বালুরঘাটে শুরু হল দাবা প্রতিযোগিতা