Durga Puja 2024: বাঁকুড়ার ডোকরায় সাজছে এবার বালুরঘাট! বিরাট আয়োজন এই পুজো মণ্ডপে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
দুর্গা পুজো কে সামনে রেখে বালুরঘাট শহরের সৃজনী সংঘ বাঁকুড়ার ডোকরা শিল্প দিয়ে তাদের মন্ডপকে সাজিয়ে তুলছে। মোট ৭০ টি মডেল ব্যবহার করা হবে।
দক্ষিণ দিনাজপুর: দুর্গা পুজো কে সামনে রেখে বালুরঘাট শহরের সৃজনী সংঘ বাঁকুড়ার ডোকরা শিল্প দিয়ে তাদের মন্ডপকে সাজিয়ে তুলছে। মন্ডপ সজ্জার কাজ শুরু হয়েছে মাস খানেক আগে। বাঁকুড়ার ডোকরা শিল্পের সঙ্গে সাদৃশ্য রেখে দুর্গা প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পীরাই। সৃজনী সংঘ তাদের নিজস্ব পুজোর মাঠে এবার বাঁকুড়ার একটি গ্রাম্য উৎসবকে ফুটিয়ে তুলতে চাইছে ডোকরা শিল্পের মাধ্যমে।
মোট ৭০ টি মডেল ব্যবহার করা হবে। গরুর গাড়ি, পালকি, সানাই বাদক থেকে শুরু করে একটি উৎসব বাড়িতে যা যা জিনিস ব্যবহার করা হয় সেই বিষয়গুলিকেই ফুটিয়ে তোলা হবে মন্ডপের সামনে। মেদিনীপুর থেকে ১২ জন শিল্পী বালুরঘাটে এসেছেন মাসখানেক আগে। দিন রাত এক করে তাঁরা মন্ডপ সাজিয়ে তুলছেন।
advertisement
advertisement
জানা গেছে, ডোকরা শিল্প দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন ভাবনা। এর আগে কখনও ডোকরা শিল্পের সঙ্গে জেলার মানুষের সরাসরি যোগাযোগ হয়নি। সেজন্যই সৃজনী সংঘ তাদের মন্ডপ সজ্জার ক্ষেত্রে এই শিল্পকেই ব্যবহার করতে চলেছে এবার। নতুন এই বিষয় ও ভাবনাকে এবং বাঁকুড়ার সংস্কৃতিকে দেখতে দর্শকরা ভিড় জমাবেন পুজো মন্ডপে এমনটাই আশা ক্লাব কর্তাদের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2024 2:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Durga Puja 2024: বাঁকুড়ার ডোকরায় সাজছে এবার বালুরঘাট! বিরাট আয়োজন এই পুজো মণ্ডপে
