আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেতে চলেছেন পুরুলিয়ার শিক্ষক! কেন এমন অ্যাওয়ার্ড! জানলে গর্বে বুক ভরবে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
আন্তর্জাতিক মানের স্বীকৃতি। নেপাল অথার্স অ্যাওয়ার্ড ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন লেখক তথা শিক্ষক দেবাশিস মণ্ডল।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: আন্তর্জাতিক মানের স্বীকৃতি। নেপাল অথার্স অ্যাওয়ার্ড ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন লেখক তথা শিক্ষক দেবাশিস মণ্ডল। বাংলা সাহিত্য জগতের এ-যেন এক বিরাট অর্জন। পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের গণিত বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক দেবাশীষ মণ্ডল। শিক্ষকতার পাশাপাশি অবসরে তার শখ সাহিত্যচর্চা। ইতিপূর্বে নানা বই তিনি লিখেছেন।
তবে সম্প্রতি তার লেখা একটি গ্রন্থ “জোছনা পেরিয়ে যাই অন্ধকার খোঁজে” (Jochhona Periye Jai Ahnar Khonje) মনোনীত হয়েছে নেপাল অথার্স অ্যাওয়ার্ড ২০২৫-এর জন্য। নেপালের বিশিষ্ট সাহিত্য সংস্থা ইনফিনিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড (Infinity Services Pvt. Ltd.) -এর পক্ষ থেকে মনোনয়নপত্রে জানানো হয়েছে দেবাশিস মণ্ডলের এই বই মনোনীত হয়েছে এই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য। পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১ নভেম্বর, নেপালের কাঠমাণ্ডু শহরে।
advertisement
advertisement
এ বিষয়ে লেখক তথা শিক্ষক দেবাশিস মণ্ডল বলেন, তিনি নিজের কবিতার বইয়ের জন্য এই পুরস্কার পাচ্ছেন। পশ্চিমবঙ্গের মধ্য থেকে যে ক’জনের নাম রয়েছে তার মধ্যে তিনি রয়েছেন। পুরুলিয়ার মধ্য থেকে একমাত্র তার নামই এই পুরস্কারের জন্য নোমিনেট হয়েছে। এই পুরস্কার পেয়ে তার ভীষণই ভাল লাগছে। তিনি খুবই গর্বিত বোধ করছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নেপাল অথার্স অ্যাওয়ার্ড হল একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মান, যা বিশ্বের বিভিন্ন ভাষার এবং অঞ্চলের বিশিষ্ট লেখকদের সম্মানিত করে থাকে। এই পুরস্কার সৃজনশীলতা, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিক্ষক দেবাশিস মণ্ডলের এই মনোনয়নে গর্বিত গোটা জেলা। এই আন্তর্জাতিক স্বীকৃতি আগামী দিনে তার সাহিত্যিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 30, 2025 5:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেতে চলেছেন পুরুলিয়ার শিক্ষক! কেন এমন অ্যাওয়ার্ড! জানলে গর্বে বুক ভরবে
