Jagaddhatri Puja 2025: গ্রামের বেলতলায় নিবেদিত ভোগ শৃগাল খেলে তবেই সম্পন্ন আরাধনা, ১৭০ বছরের জগদ্ধাত্রী পুজো ঐতিহ্যের স্মারক
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Jagaddhatri Puja 2025:ভোগ দেওয়ার সময় যদি শৃগাল এসে তা খেয়ে নেয়, তবেই ধরা হয় পুজো সম্পন্ন হয়েছে। এবছর এই পুজো ১৭০ বছরে পদার্পণ করেছে।
গভীর রাত, চারদিক নিস্তব্ধ। কেতুগ্রামের গোমাই গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের দেবী জগধাত্রী পুজোয় তখন চলে এক বিশেষ রীতি। পরিবারের পুরোহিত একা ফাঁকা জায়গায়, গ্রামের সীমানার বেলতলায় গিয়ে দেবীকে নিবেদন করেন “শিবা ভোগ”। বহু বছর ধরে এই অদ্ভুত অথচ শ্রদ্ধাভাজন প্রথা আজও বজায় রয়েছে চট্টোপাধ্যায় পরিবারের পুজোয়। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement
advertisement
পরিবারের সদস্য অধ্যাপক ড. শান্তনু চট্টোপাধ্যায় ও সাগ্নিক চট্টোপাধ্যায় জানিয়েছেন, গ্রামের সীমানায় একটি বেলগাছের তলায় ওই শিবা ভোগ দেওয়া হয়। তিনটি পুজোর সমস্ত ভোগই কারণবারি সমেত নিবেদন করা হয়। বিশ্বাস করা হয়, দেবী নিজেই সেই ভোগ গ্রহণ করেন। ভোগ দেওয়ার সময় যদি শৃগাল এসে তা খেয়ে নেয়, তবেই ধরা হয় পুজো সম্পন্ন হয়েছে। এবছর এই পুজো ১৭০ বছরে পদার্পণ করেছে। দীর্ঘবছর ধরে এই বিশ্বাসই তাঁদের আস্থা ও ভক্তির ভিত্তি।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
