Drinking Water Issue: নতুন এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী বালুরঘাট পুরসভা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছে এখানকার বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ। তাই পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী হল বালুরঘাট পুরসভা।
দক্ষিণ দিনাজপুর : পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী হল বালুরঘাট পুরসভা। বালুরঘাট শহরে দ্বিতীয় পর্যায়ে নতুন করে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বালুরঘাট পুরসভা। প্রায় কয়েক মাস যাবৎ এই জলের সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷ যা আগামী কয়েকদিন ধরেই চলবে বালুরঘাটে। সূত্রের খবর, বালুরঘাট শহরে মোট ২৫টি ওয়ার্ড কে চারটি জোনে ভাগ করে এই জলের পরিষেবা দেওয়া হচ্ছে।
বর্তমানে ৩ ও ৪ নম্বর জোনের ১ থেকে ১২ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি জল দেওয়া হচ্ছে। বাকি দুটি জোনে ১৩ থেকে ২৫ নম্বর ওয়ার্ডে জলের কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গাজোলের প্রশাসনিক সভা থেকে বালুরঘাট পুরসভার সেকেন্ড ফেস বা দ্বিতীয় পর্যায়ের পুরসভার বাড়ি বাড়ি জলের কানেকশনের শুভ সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ তারপরই দ্বিতীয় পর্যায়ের জলের কানেকশন দেওয়ার প্রক্রিয়া শুরু করল বালুরঘাট পুরসভা।
advertisement
advertisement
উল্লেখ্য, বালুরঘাট পুরসভার মোট ২৫টি ওয়ার্ডের মধ্যে ৩টি ওয়ার্ড নব নিযুক্ত চকভৃগু এলাকা বালুরঘাট পুরসভার অন্তর্ভুক্ত। দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছে এখানকার বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ।
তাদের কথা মাথায় রেখেই বালুরঘাট পুরসভা নতুন উদ্যোগ গ্রহণ করেছে। জল সংরক্ষনের জন্য জায়গা চিহ্নিত করণের কাজ শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বালুরঘাট পৌরসভার উদ্যোগে শহরবাসীর দাবিতে তৈরি হচ্ছে সেলফি জোন
জানা গিয়েছে, পানীয় জল ধরে রাখার জন্য আই পি এর মাধ্যমে সেখানে জল সংরক্ষণ করা হবে। পাশাপাশি, পি এইচ ই এর দ্বারাও পানীয় জলের বিষয়টি নিয়ে কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই সেই কাজ খতিয়ে দেখেছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।
advertisement
এদিকে এখনও শহরের বিভিন্ন ওয়ার্ডে জলের পাইপলাইন বসেনি। সেই সমস্ত এলাকায় জলের পাইপলাইন বসানো হবে৷ প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে শহরের ১৬ হাজার ৩০০ বাড়িতে এই জল দেওয়া হবে।
খুব দ্রুত এই পানীয় জলের সমস্যা সমাধান করে বালুরঘাটবাসীকে উপহার দেওয়া হবে বলেই পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন।
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2023 2:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Drinking Water Issue: নতুন এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী বালুরঘাট পুরসভা