Dakshin Dinajpur News: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার হাসপাতাল চত্বরে
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে এদিন চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট জেলা হাসপাতালে। মৃতের নাম বাসন্তী মহন্ত (৬৫)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের দিওর গ্রাম পঞ্চায়েতের দিলপছন্নতে৷
দক্ষিণ দিনাজপুর : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে এদিন চাঞ্চল্য ছড়াল বালুরঘাট জেলা হাসপাতালে। মৃতার নাম বাসন্তী মহন্ত (৬৫)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের দিওর গ্রাম পঞ্চায়েতের দিলপছন্নতে৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, জ্বর এবং সর্দি নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে ওই রোগী। এমত অবস্থায় কয়েক ঘন্টা যেতেই রোগীর পরিস্থিতি খারাপ হতে শুরু করে।
কিন্তু পরিস্থিতি সামাল দিতে সেই অবস্থায় বারংবার চিকিৎসকদের ডাকা হলেও কর্ণপাত করেননি হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই মৃত্যু হয় ওই রোগীর। তারপর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের পরিবারের সদস্যরা বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ দেখায়৷
আরও পড়ুন ঃ গাছের মধ্যে ঝুলছে যুবকের দেহ! খুন না আত্মহত্যা, দানা বাঁধছে রহস্য
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী৷ বিক্ষোভের সংবাদ পেয়ে মহিলা বিভাগে যায় হাসপাতালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। এদিকে এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে পরিবারের সদস্যরা। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 02, 2023 1:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার হাসপাতাল চত্বরে








