South Dinajpur News : গাছের মধ্যে ঝুলছে ‌যুবকের দেহ! খুন না আত্মহত্যা, দানা বাঁধছে রহস্য

Last Updated:

বাড়ি থেকে কিছুটা দূরে গাছ থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। এই ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মনোরঞ্জন হেমব্রম(৩১)। বাড়ি বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খানপুরে।

#বালুরঘাট :বাড়ি থেকে কিছুটা দূরে গাছ থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। এই ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মনোরঞ্জন হেমব্রম(৩১)। বাড়ি বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খানপুরে। মৃত ওই যুবক কৃষি কাজের পাশাপাশি দিনমজুরের কাজও করতেন। এর আগেও একবার ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
advertisement
তবে, এইদিন কী কারণে ওই যুবক আত্মহত্যা করলেন তা নিয়ে ধন্দে পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। কী কারণে ওই যুবক আত্মহত্যা করলেন, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
advertisement
এ বিষয়ে মৃতের দাদা অজয় হেমব্রম বলেন, কাল অনেক রাতে কাজ সেরে ঘুমিয়েছি। সকালে চিৎকার চেঁচামেচি শুনে উঠে দেখি ভাই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সবার সঙ্গে ভাল ব্যবহার করত৷ কথা বার্তাও খুব ভাল ছিল।কিছুই বুঝতে পারছি না।কী কারণে সে এমনটা করল।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News : গাছের মধ্যে ঝুলছে ‌যুবকের দেহ! খুন না আত্মহত্যা, দানা বাঁধছে রহস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement