প্রেম কাহিনি : বিপাশা থেকে ইরিনা, হয়ে জর্জিনা, চিনে নিন রোনাল্ডোর বান্ধবীদের

Last Updated:

এই মুহূর্তে দারুণ সময় যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে একেবারে লাইমলাইটে তিনি ৷

# মস্কো : এই মুহূর্তে দারুণ সময় যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে একেবারে লাইমলাইটে তিনি ৷ রোনাল্ডোর জীবনে সংখ্যায় বেশিটাই একটা প্রচলিত ট্রেন্ড ৷
চার সন্তানের বাবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও বিবাহিত নন ৷ তিন মহিলার থেকে চার সন্তান পেলেও এখনও কেউ সিআর সেভেনের ঘরণী নন ৷
35524870_1812380152153066_1500759391102566400_n
advertisement
বিশ্বকাপের ঠিক আগেই জর্জিনার থেকে শিশু কন্যার বাবা হয়েছেন সিআর সেভেন ৷ ২০১৬ থেকে জর্জিনার সঙ্গে সম্পর্ক পর্তুগিজ তারকার ৷ গুচ্চির মডেল ছিলেন জর্জিনা ৷ তারপর দু‘জনের দেখা হয় গভীর সম্পর্কে পরিণত হয় ৷ বিভিন্ন জায়গাতেই এই দু‘জনকে একসঙ্গে দেখা যেতে শুরু করে ৷ তা সে সিআর সেভেনের সঙ্গে ছুটি কাটানো হোক বা পুরস্কার বিতরণী মঞ্চে তাঁর সঙ্গে তাঁর উপস্থিতি সবেতেই জর্জিনা বাকি সকলকে টেক্কা দিয়েছেন ৷
advertisement
35399313_1812380205486394_8261426600956919808_n
২০১৬ সালে প্রাক্তন মিস স্পেন কর্ডরোর সঙ্গে প্রেমলীলায় মেতেছিলেন ৷ কিন্তু এই সম্পর্কের মেয়াদ বেশিদিন হয়নি ৷ কারণ রোনাল্ডোর মনে হয়েছিল তাঁকে ব্যবহার করে সুবিধা ভোগ করতে চাইছেন মিস স্পেন ৷
35416027_1812380215486393_909363366768672768_n
advertisement
তবে ইরিনা শায়েকের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্কও ছিল এদের মধ্যে সবচেয়ে রঙিন ৷ আবেগের সমুদ্রে ভাসছিলেন দুই তারকাই ৷ ৫ ফুট ১০ ইঞ্চির ইরিনা শায়েক সুপার মডেল ছিলেন ৷ আর্মানির এক অনুষ্ঠানে দু‘জনের দেখা হয়েছিল ৷ সম্পর্ক চলেছিল ৪ বছর ৷ ইরিনাই প্রথম মহিলা যিনি রোনাল্ডোর সঙ্গে টানা এতটা সময় একসঙ্গে ছিলেন ৷ কিন্তু পরে তাঁদের মধ্যে মনোমালিন্য, ব্যক্তিত্বের সংঘাতের মতো একের পর এক বিষয় সামনে আসতে থাকে ৷ ভেঙে যায় সম্পর্ক ৷
advertisement
এছাড়াও ব্রাজিলিয়ান মডেল মিস বমবমের সঙ্গেও বেশ কিছুদিন প্রেম ছিল তাঁদের ৷ মিস বমবমের দাবি অনুযায়ি রোনাল্ডো তাঁর প্রেমে পাগল হয়ে তাঁকে মাদ্রিদে ডেকেছিলেন, সেখানে তাঁর জন্য হোটেলে দারুণ রুম বুক করে সারারাত তাঁর সঙ্গে কাটিয়েছিলেন পর্তুগিজ তালিসমান ৷
advertisement
35486474_1812380178819730_8704252228984111104_n
গ্রিক দেবতাদের মতো সৌন্দর্য্য, দুরন্ত ফুটবল স্কিল , অফুরান ধনসম্পদের মালিক রোনাল্ডো সবসময়েই এই ফুল থেকে অন্য ফুলে উড়ে গিয়েছেন মৌমাছির মতো ৷ তাই তাঁর বান্ধবীর সংখ্যা নম্বরে বেঁধে রাখা রীতিমতো বড়ো চ্যালেঞ্জ ৷
জুনিয়র রোনাল্ডো যখন জন্মেছিলেন তখন সিনিয়রের বয়স ছিল ২৫ বছর ৷ সারোগেট মাদারের হাত ধরে জুনিয়র পৃথিবীর আলো দেখেছিলেন ৷ সেই মায়ের নাম কেউ কখনো জানেনি ৷ গুঞ্জন এক বারগার্লের থেকে এই সন্তান হয়েছিল ৷
advertisement
২০০৯ থেকে ২০১০ এক বারগার্লে মজেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ যাঁরও এক সন্তান হওয়ার কথা জানা যায় ৷ তাঁকে নাকি ১২০ কোটি টাকা ও একটি ভিলা দিয়ে রেখেছেন সিআর সেভেন ৷
রোনাল্ডোর যমজ বাচ্চাদের মায়ের সঙ্গেও প্রেমেরই ফসল তাঁর জোড়া শিশু ৷ দ্বাপাক্ষিক সম্মতিতেই সেই মহিলার নাম সামনে আসেনি ৷ সেই দুই সন্তান এখন জর্জিনার জিম্মায় বড় হচ্ছেন ৷
advertisement
35512707_1812380172153064_2209736707874488320_n
বলিউডি সুন্দরী বিপাশা বসুর সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল ৷ এক অনুষ্ঠানের মঞ্চেও তাঁদের দেখা হয়েছিল ৷ বলি সুন্দরী বিপাশা জানিয়েছিলেন রোনাল্ডো যে চুম্বন করেছেন সেরকম তিনি কখনো অনুভব করেননি ৷
শুধু বিপসই নন. পিগি চপস অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়াও বেশ কিছু মন কেড়েছিলেন সিআর সেভেনের ৷ তাঁর জন্য বেশ কিছু পার্টিও দিয়েছিলেন ৷ এমনকি রোনাল্ডোর সামনে নেচেওছিলেন তিনি ৷
Inputs From : Sanjay Srivastava 
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্রেম কাহিনি : বিপাশা থেকে ইরিনা, হয়ে জর্জিনা, চিনে নিন রোনাল্ডোর বান্ধবীদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement